ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ১১ দলে দেশপ্রেমিক সবাই ঐক্যজোট হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘এ দেশের মানুষকে শাসনের নামে শোষণ করা হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, অতীতের সব দুর্নীতি দমন করে ইনসাফের বাংলাদেশ তৈরি করা।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জিকে স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের পর বারবার এ দেশের মানুষ হতাশ হয়েছে। মানুষের অধিকারের কথা বলে বৈষম্য করা হয়েছে। বাংলাদেশের নাগরিকের অধিকার হরণ করা হয়েছে। এ দেশের মেহনতি মানুষের, কৃষক-মজুরের, প্রবাসীদের রক্ত পানি করা সম্পদ লুটেরারা বিদেশে পাচার করেছে।’
তিনি বলেন, ‘দেশপ্রেমিক সবাই ঐক্যজোট হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টিসহ ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে। এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এবং মানুষের জন্য সময়োচিত সিদ্ধান্ত।’
সমাবেশে ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।
বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।








