বাইজিদ আহাম্মেদ,নরসিংদী প্রতিনিধি : সামনে নির্বাচন আছে,আপনারা যাদের যাদের পছন্দের লোককে ভোট দিবেন। কে কাকে ভোট দিয়েছে কেউ জানবে না। নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি ও রক্তপাত যেন না হয়।
যোগ্য লোককে আপনারা ভোট দিবেন, এটা আপনাদের বিষয়। এটা নিয়ে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এখানে জেলা প্রশাসন এবং পুলিশে যারা আছেন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কোন দল কোন ব্যক্তির প্রতি তাদের আনুকুল্য থাকবে না । যদি থাকে সেটা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাবেন আপনি পক্ষপাতিত্ব করছেন।
এরা রেফারির কাজ করবে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন, একটা উৎসবমুখর, নিরপেক্ষ, সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন করতে চাই। যে নির্বাচনে সকলের অংশগ্রহণে ভোট দিতে আসবে। ছাত্ররা দেখবে নজর রাখবে ভোট কিভাবে হচ্ছে। নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব ভোটের মূল্যটা রক্ষা করা।
মঙ্গলবার (২৭জানুয়ারি) দুপুরে নরসিংদীর পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণ উপলক্ষে মতবিনিময় সভায় পলাশ উপজেলার মাল্টিপারপাস মিলতায়নে নরসিংদী জেলা প্রশাসন ও পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নরসিংদী পুলিশ সুপার মো: আবদুল্লাহ- আল ফারুক, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মু: রাসেদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম.সাজ্জাদুল হাসান, জেলা শিক্ষা অফিসার এ,এস এম আব্দুল খালেক, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাকীন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,শাহেদ আল মামুন, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আবুল হোসেন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর বোরহান উদ্দিন আহমেদ, পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ, আমির হোসেন গাজী, বিভিন্ন সরকারি- বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – সহকারী শিক্ষক, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির লেখা চারটি বই নবম দশম শ্রেণীর চারজন শিক্ষার্থীর মাঝে বিতরণ করেন।
পরে প্রধান অতিথি পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।








