ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে বিশেষ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. সুমন হোসেন (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের পাইকারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সুমন হোসেনের কাছ থেকে ৮১ পিস ইয়াবা, ১০টি দেশীয় ধারালো অস্ত্র (একটি চায়নিজ কুড়াল, চারটি চাপাতি, দুটি বড় ছোরা ও তিনটি রামদা), একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৮১০ টাকা উদ্ধার করা হয়।
৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুমন হোসেন লৌহজং উপজেলার কনকসার পাইকারা ও ঝাউটিয়া এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাস, নাশকতা ও মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে জননিরাপত্তার স্বার্থে সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।








