বর্ণাঢ্য শীতকালীন আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো গ্লেনফেস্ট ২০২৬

[ঢাকা, জানুয়ারি ১৮, ২০২৬] গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সাতারকুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত আয়োজন ‘গ্লেনফেস্ট ২০২৬’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই আয়োজন স্কুল ক্যাম্পাসকে পরিণত করে এক আনন্দঘন ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’-এ। শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় মানুষদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় প্রতিভা, সৃজনশীলতা ও সম্মিলিত আনন্দের এক স্মরণীয় মিলনমেলায়। গ্লেনফেস্ট ২০২৬-এর টাইটেল স্পন্সর ছিল অরা বিডি। এ ছাড়া অন্যান্য স্পন্সর হিসেবে যুক্ত ছিলো  ইউনাইটেড হেলথকেয়ার, স্বদেশ প্রপার্টিজ ও বক্সলাইট। অ্যাকটিভিটি পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে হাইপার প্লেগ্রাউন্ডস। সবার সহযোগিতায় আয়োজনটি পরিণত হয় এক বর্ণাঢ্য ও সফল উৎসবে।

সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে ছিল বিপুল উপস্থিতি। দিনভর নানা ধরনের কার্যক্রম ও প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্ষুদে শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘সিপ অ্যান্ড পেইন্ট’ সেশন, যেখানে অভিভাবক-সন্তান জুটি ও একক শিক্ষার্থীরা শিল্পচর্চা ও বিনোদনের আনন্দ উপভোগ করেন। দর্শকদের মাতিয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘উইথ ইমতিয়াজ’ ও ‘ব্ল্যাক জ্যাং’-এর লাইভ পারফরম্যান্স।

উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করে লাইফ-সাইজ ট্রান্সফরমার (বাম্বলবি) ও আয়রন ম্যান চরিত্রের সঙ্গে ছবি তোলার সুযোগ। কৃত্রিম তুষারপাত পুরো ভেন্যুতে শীতের আবহ তৈরি করে। এছাড়া, হাইপার প্লেগ্রাউন্ডস দর্শনার্থীদের জন্য নিয়ে আসে বাউন্সি ক্যাসল, ইনফ্ল্যাটেবল ফুটবল ফিল্ড ও বাধা অতিক্রমের বিভিন্ন ধরনের খেলাধুলা।

উৎসবে দর্শনার্থীদের জন্য ছিল ৫০টিরও বেশি খাবার ও শপিং স্টল। স্থানীয় হস্তশিল্প, বই, পোশাক ও নানা ধরনের মুখরোচক দেশীয় খাবারে ভরপুর ছিল এসব স্টল। দিনভর দর্শনার্থীদের ব্যস্ত ও আনন্দে রাখে এই আয়োজন।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অরা বিডি আয়োজিত বহুল প্রতীক্ষিত র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে। এসময় ভাগ্যবান বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

অনুষ্ঠানের সাফল্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুলের অধ্যক্ষ আনিত অরোরা বলেন, “এ বছরের ‘গ্লেনফেস্ট’ আমাদের স্কুলের আসল প্রাণশক্তিকে ফুটিয়ে তুলেছে। অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একসঙ্গে এসে সৃজনশীলতা ও পারস্পরিক বন্ধন উদযাপন করা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই বিষয়টাই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলেছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নির্বাচন কমিশন যেন আন্দোলনের মাঠে নামতে বাধ্য না করে: নাহিদের হুঁশিয়ারি

» মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে: তারেক রহমান

» অপারেশন ডেভিল হান্ট : রাজধানীতে ২৭জন গ্রেফতার

» আশ্বস্ত হয়ে নির্বাচন কমিশন ছাড়ল ছাত্রদল

» তারেক রহমানের সাথে ইইউ রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

» প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক

» ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা

» তিনটা নির্বাচনে ১৫ বছর ফ্যাসিস্ট সরকার কাউকে ভোট দিতে দেয়নি: আসিফ নজরুল

» নিপ্পন পেইন্টকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

» পরিবর্তন চাইলে হাঁ ভোট দিন জয়পুরহাটে ফারুক ই আজম, বীর প্রতীক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বর্ণাঢ্য শীতকালীন আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো গ্লেনফেস্ট ২০২৬

[ঢাকা, জানুয়ারি ১৮, ২০২৬] গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সাতারকুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত আয়োজন ‘গ্লেনফেস্ট ২০২৬’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই আয়োজন স্কুল ক্যাম্পাসকে পরিণত করে এক আনন্দঘন ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’-এ। শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় মানুষদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় প্রতিভা, সৃজনশীলতা ও সম্মিলিত আনন্দের এক স্মরণীয় মিলনমেলায়। গ্লেনফেস্ট ২০২৬-এর টাইটেল স্পন্সর ছিল অরা বিডি। এ ছাড়া অন্যান্য স্পন্সর হিসেবে যুক্ত ছিলো  ইউনাইটেড হেলথকেয়ার, স্বদেশ প্রপার্টিজ ও বক্সলাইট। অ্যাকটিভিটি পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে হাইপার প্লেগ্রাউন্ডস। সবার সহযোগিতায় আয়োজনটি পরিণত হয় এক বর্ণাঢ্য ও সফল উৎসবে।

সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে ছিল বিপুল উপস্থিতি। দিনভর নানা ধরনের কার্যক্রম ও প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্ষুদে শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘সিপ অ্যান্ড পেইন্ট’ সেশন, যেখানে অভিভাবক-সন্তান জুটি ও একক শিক্ষার্থীরা শিল্পচর্চা ও বিনোদনের আনন্দ উপভোগ করেন। দর্শকদের মাতিয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘উইথ ইমতিয়াজ’ ও ‘ব্ল্যাক জ্যাং’-এর লাইভ পারফরম্যান্স।

উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করে লাইফ-সাইজ ট্রান্সফরমার (বাম্বলবি) ও আয়রন ম্যান চরিত্রের সঙ্গে ছবি তোলার সুযোগ। কৃত্রিম তুষারপাত পুরো ভেন্যুতে শীতের আবহ তৈরি করে। এছাড়া, হাইপার প্লেগ্রাউন্ডস দর্শনার্থীদের জন্য নিয়ে আসে বাউন্সি ক্যাসল, ইনফ্ল্যাটেবল ফুটবল ফিল্ড ও বাধা অতিক্রমের বিভিন্ন ধরনের খেলাধুলা।

উৎসবে দর্শনার্থীদের জন্য ছিল ৫০টিরও বেশি খাবার ও শপিং স্টল। স্থানীয় হস্তশিল্প, বই, পোশাক ও নানা ধরনের মুখরোচক দেশীয় খাবারে ভরপুর ছিল এসব স্টল। দিনভর দর্শনার্থীদের ব্যস্ত ও আনন্দে রাখে এই আয়োজন।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অরা বিডি আয়োজিত বহুল প্রতীক্ষিত র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে। এসময় ভাগ্যবান বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

অনুষ্ঠানের সাফল্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুলের অধ্যক্ষ আনিত অরোরা বলেন, “এ বছরের ‘গ্লেনফেস্ট’ আমাদের স্কুলের আসল প্রাণশক্তিকে ফুটিয়ে তুলেছে। অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একসঙ্গে এসে সৃজনশীলতা ও পারস্পরিক বন্ধন উদযাপন করা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই বিষয়টাই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলেছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com