ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কোনো বিষয়ে রাতারাতি পরিবর্তন আসে না, আমরা পরিবর্তনের একটি ভিত্তি স্থাপন করে যাচ্ছি।— এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান।
তিনি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন এই তিন বিষয়ের ওপর ম্যান্ডেট ছিল অন্তর্বর্তী সরকারের। আমরা বিচারকাজ করে দেখিয়েছি, এ কাজ এখনও চলমান।
রবিবার বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ড. রিজওয়ানা হাসান বলেন, দেশের পরিবর্তনের জন্য গণভোটে ‘হ্যাঁ’, সংস্কারের জন্য ‘হ্যাঁ’ এবং জনগণের ক্ষমতায়নের জন্য ‘হ্যাঁ-তে টিক দিতে হবে।
যত বাধাই আসুক না কেন, জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের নয়, জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতন ভূমিকাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সবচেয়ে বড় শক্তি এ দেশের জনগণ।’
এর আগে উপদেষ্টা জানান, বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল তিস্তা মহাপরিকল্পনার কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো যাচাই-বাছাই করছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত সম্মতি মিললে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আশা করি, দ্রুত রায় হবে।








