গলায় টক পানি, লিভার রিফ্লাক্সে ভুগছেন না তো?

সংগৃহীত ছবি

 

লাইফস্টাইল ডেস্ক :খাওয়া শেষে কেবল বিছানায় পিঠ রেখেছেন। হঠাৎ শুরু হলো চোঁয়া ঢেকুর। ভাবলেন অ্যাসিডিটির জন্য এমনটা হয়েছে। কিন্তু আসলেই কি কেবল অম্বল হলে চোঁয়া ঢেকুর হয়? অনেকসময় ডিনারে ভারী খাবার খেলে পরদিন সকালেও একইভাবে চোঁয়া ঢেকুর হয়। গলায় টক জল উঠে আসে। এটি কিন্তু মোটেও অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা নয়। বরং এ অবস্থাকে লিভার রিফ্লাক্স বলা হয়।

লিভার থেকে নিঃসৃত পিত্ত যখন খাদ্যনালি হয়ে গলায় উঠে আসে, তখন চোঁয়া ঢেকুর দেওয়ার মতোই অনুভূতি হয়। এই অবস্থাকেই বাইল রিফ্লাক্স বা লিভার রিফ্লাক্স বলে। কিন্তু বেশিরভাগ মানুষ একে গ্যাস-অম্বল ভেবে ভুল করেন। অ্যাসিড রিফ্লাক্সের আর লিভার রিফ্লাক্স কিন্তু একদম ভিন্ন।

অ্যাসিড রিফ্লাক্স হলে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালি দিয়ে উপরে উঠে আসে। তবে, যারা ঘন ঘন অ্যাসিড রিফ্লাক্সে ভোগে, তাদের বাইল রিফ্লাক্সের আশঙ্কাও বেশি থাকে। বিশেষত যখন কোনো গ্যাসের ওষুধ কাজ দেয় না। এছাড়া ওবেসিটিতে ভুগলেও এই সমস্যা দেখা দিতে পারে।

বাইল রিফ্লাক্সের সাধারণ উপসর্গ কী?

  • পেটের ওপরের অংশে ব্যথা
  • বদহজম, বুকজ্বালা ও গলাজ্বালা
  • বমির সঙ্গে হলুদ-সবুজ রঙের পিত্তরস নিঃসরণ
  • পেটে জ্বালাপোড়া, ব্যথা ও অস্বস্তি

বাইল রিফ্লাক্সের সমস্যা এড়াতে করণীয়

১. লো ফ্যাট ডায়েট

এই সমস্যা থেকে বাঁচতে খাওয়াদাওয়ায় রাশ টানতে হবে। এক্ষেত্রে লো ফ্যাট ডায়েট মেনে চলুন।

২. মসলাদার খাবার এড়িয়ে চলুন

ভাজাভুজি, মসলাদার খাবার, প্রক্রিয়াজাত খাবার, মদ্যপান, চা-কফি এড়িয়ে চলুন। এধরনের খাবার বাইল ও অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

৩. ফাইবার সমৃদ্ধ খাবার

খাবারে বেশি করে ফাইবার সমৃদ্ধ উপাদান রাখুন। ওটস, আপেলের মতো খাবার রোজ খান। এগুলো হজম স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

৪. অল্প করে খান

একসঙ্গে অনেকটা খাবার খাবেন না। অল্প পরিমাণে খাবার খান। দীর্ঘক্ষণ পেট খালি রাখাও চলবে না। ঘন ঘন খাবার খান। অল্প পরিমাণ খান।

৫. হাঁটাহাঁটি করুন

খাবার খাওয়া মাত্রই বিছানায় শুয়ে পড়বেন না। এতে হজমের প্রক্রিয়া ব্যাহত হয় এবং বাইল রিফ্লাক্সের সমস্যা বাড়ে। খাওয়াদাওয়া শেষ করে ১০-১৫ মিনিট হাঁটাহাঁটি করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» স্বৈরাচারকে ‘না’ বলুন গণভোটে ‘হ্যাঁ’ বলুন, ১১ দলের পক্ষে থাকুন : নাহিদ

» ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

» মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ : মৎস্য উপদেষ্টা

» খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে : আবদুস সালাম

» পদত্যাগের পর থেকে চুপ থাকতে বলা হচ্ছে: তাজনূভা জাবীন

» অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১

» সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

» নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার : প্রেস সচিব

» হাদির ওপর গুলি চালানো ফয়সালের অবস্থান জানাল ডিবি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গলায় টক পানি, লিভার রিফ্লাক্সে ভুগছেন না তো?

সংগৃহীত ছবি

 

লাইফস্টাইল ডেস্ক :খাওয়া শেষে কেবল বিছানায় পিঠ রেখেছেন। হঠাৎ শুরু হলো চোঁয়া ঢেকুর। ভাবলেন অ্যাসিডিটির জন্য এমনটা হয়েছে। কিন্তু আসলেই কি কেবল অম্বল হলে চোঁয়া ঢেকুর হয়? অনেকসময় ডিনারে ভারী খাবার খেলে পরদিন সকালেও একইভাবে চোঁয়া ঢেকুর হয়। গলায় টক জল উঠে আসে। এটি কিন্তু মোটেও অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা নয়। বরং এ অবস্থাকে লিভার রিফ্লাক্স বলা হয়।

লিভার থেকে নিঃসৃত পিত্ত যখন খাদ্যনালি হয়ে গলায় উঠে আসে, তখন চোঁয়া ঢেকুর দেওয়ার মতোই অনুভূতি হয়। এই অবস্থাকেই বাইল রিফ্লাক্স বা লিভার রিফ্লাক্স বলে। কিন্তু বেশিরভাগ মানুষ একে গ্যাস-অম্বল ভেবে ভুল করেন। অ্যাসিড রিফ্লাক্সের আর লিভার রিফ্লাক্স কিন্তু একদম ভিন্ন।

অ্যাসিড রিফ্লাক্স হলে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালি দিয়ে উপরে উঠে আসে। তবে, যারা ঘন ঘন অ্যাসিড রিফ্লাক্সে ভোগে, তাদের বাইল রিফ্লাক্সের আশঙ্কাও বেশি থাকে। বিশেষত যখন কোনো গ্যাসের ওষুধ কাজ দেয় না। এছাড়া ওবেসিটিতে ভুগলেও এই সমস্যা দেখা দিতে পারে।

বাইল রিফ্লাক্সের সাধারণ উপসর্গ কী?

  • পেটের ওপরের অংশে ব্যথা
  • বদহজম, বুকজ্বালা ও গলাজ্বালা
  • বমির সঙ্গে হলুদ-সবুজ রঙের পিত্তরস নিঃসরণ
  • পেটে জ্বালাপোড়া, ব্যথা ও অস্বস্তি

বাইল রিফ্লাক্সের সমস্যা এড়াতে করণীয়

১. লো ফ্যাট ডায়েট

এই সমস্যা থেকে বাঁচতে খাওয়াদাওয়ায় রাশ টানতে হবে। এক্ষেত্রে লো ফ্যাট ডায়েট মেনে চলুন।

২. মসলাদার খাবার এড়িয়ে চলুন

ভাজাভুজি, মসলাদার খাবার, প্রক্রিয়াজাত খাবার, মদ্যপান, চা-কফি এড়িয়ে চলুন। এধরনের খাবার বাইল ও অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

৩. ফাইবার সমৃদ্ধ খাবার

খাবারে বেশি করে ফাইবার সমৃদ্ধ উপাদান রাখুন। ওটস, আপেলের মতো খাবার রোজ খান। এগুলো হজম স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

৪. অল্প করে খান

একসঙ্গে অনেকটা খাবার খাবেন না। অল্প পরিমাণে খাবার খান। দীর্ঘক্ষণ পেট খালি রাখাও চলবে না। ঘন ঘন খাবার খান। অল্প পরিমাণ খান।

৫. হাঁটাহাঁটি করুন

খাবার খাওয়া মাত্রই বিছানায় শুয়ে পড়বেন না। এতে হজমের প্রক্রিয়া ব্যাহত হয় এবং বাইল রিফ্লাক্সের সমস্যা বাড়ে। খাওয়াদাওয়া শেষ করে ১০-১৫ মিনিট হাঁটাহাঁটি করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com