সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কুমিল্লার মেঘনা উপজেলায় আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে মেঘনা থানাধীন ৮০ মিটার ব্রিজের দক্ষিণ পাশে ভাওরখোলা সড়কের সংযোগস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মান্নান মেঘনা থানার রামপুর ফরাজিকান্দি গ্রামের মৃত ছাফর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মেঘনা থানায় মাদক ও মৎস্য আইনে মোট ১৮টি মামলা রয়েছে।
এ বিষয়ে মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মকবুল ও এএসআই রাসেল ফোর্সসহ অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেফতার করেন। এ ঘটনায় এএসআই রাসেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।








