সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর থানাধীন মেরী গোপিনাথপুর এলাকার শরীফপাড়া থেকে অভিযুক্ত শরীফ তৌহিদুল হকের কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. ফারুক আলম।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া দেশীয় তৈরি লোহার ওয়ান শুটার গানটির বাট ও ব্যারেলসহ দৈর্ঘ্য আনুমানিক সাড়ে ৯ ইঞ্চি। অবৈধ অস্ত্রটির বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতার ব্যক্তি শরীফ তৌহিদুল হক (৪৮)। তিনি মেরী গোপিনাথপুর (শরীফপাড়া) এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন।








