গার্ডিয়ানের ইন্স্যুরেন্স এর আওতায় এখন পারফেট্টি ভ্যান মেলের কর্মীরাও

[ঢাকা, ৭ আগস্ট,২০২৫] পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সাথে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় করপোরেট গ্রুপ ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর ফলে, পারফেট্টি ভ্যান মেলের কর্মীরা গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুবিধার আওতায় আসবে।

 

এই পার্টনারশিপের ফলে এখন থেকে পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-এর সকল কর্মী ও তাদের পরিবারের সদস্যরা লাইফ ইন্স্যুরেন্স ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্প্রতি ঢাকায় পারফেট্টি ভ্যান মেলের কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ; এসভিপি ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস; এসভিপি ও ডেপুটি হেড (গ্রুপ ইন্স্যুরেন্স) ইফতেখার আহমেদ; এসএভিপি ও বিজনেস লিড (গ্রুপ ইন্স্যুরেন্স) আবু হানিফ; এসএভিপি ও হেড অব সার্ভিস (গ্রুপ ইন্স্যুরেন্স) জিনাত ফেরদৌসী; এসএভিপি ও টিম লিডার (গ্রুপ সার্ভিস) মাসুদুর রহমান মজুমদার; কি অ্যাকাউন্ট ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স) আহমেদ শাফিউল হক এবং বিজনেস রিলেশনশিপ ম্যানেজার, (গ্রুপ ইন্স্যুরেন্স) সোহানুর রহমান।

 

অন্যদিকে, পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ কাপুর; ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস) মোহাম্মদ সাব্বির জাহাঙ্গীর; ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওডি অ্যান্ড এইচআরবিপি সিনিয়র ম্যানেজার অনিন্দিতা তৃষা; সি অ্যান্ড বি ও এইচআর সার্ভিসেসের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ জাইদ বিন আতাউর; ওডি অ্যান্ড এইচআর সার্ভিসেসের সিনিয়র এক্সিকিউটিভ আহনাফ তাহামিদ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গার্ডিয়ান এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, প্রতিষ্ঠানের কর্মী ও তাদের পরিবারের জন্য একটি ইন্স্যুরেন্স কভারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্স্যুরেন্স মানুষকে  নিরাপত্তাবোধ ও মানসিক প্রশান্তি দেয়, যা কর্মীদের অফিসের কাজ ও ব্যক্তিগত উন্নয়নে মনোনিবেশ করতে ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “পারফেট্টি ভ্যান মেলের সাথে এই পার্টনারশিপে আমরা অত্যন্ত আনন্দিত, সেই সাথে তাদের কর্মীদের জন্য আমাদের ইন্স্যুরেন্স সেবা প্রদান করতে পেরে আমরা গর্বিত।”

 

দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সহযোগিতা পূর্ণ পদক্ষেপই প্রমাণ করে গার্ডিয়ান সবসময় কর্পোরেট প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য ইন্স্যুরেন্স সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল

» জামায়াতের জরুরি বৈঠক, ৭ দফা ঘোষণা

» তপশিল ঘোষণা হলেই দেশে আসবেন তারেক রহমান

» আইজিপির সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

» নির্বাচনের আগেই দুর্নীতি দূর করব: বাণিজ্য উপদেষ্টা

» দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

» ‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’—শোকজ নোটিশের জবাবে নাসীরুদ্দীন

» রমজানের আগেই নির্বাচন, তফসিল ডিসেম্বরের শুরুতে

» জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে: জামায়াত সেক্রেটারি

» শেখ হাসিনা একদিন না একদিন ফিরবেন, বিচারের সম্মুখীন হবেন: প্রেস সচিব

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গার্ডিয়ানের ইন্স্যুরেন্স এর আওতায় এখন পারফেট্টি ভ্যান মেলের কর্মীরাও

[ঢাকা, ৭ আগস্ট,২০২৫] পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সাথে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় করপোরেট গ্রুপ ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর ফলে, পারফেট্টি ভ্যান মেলের কর্মীরা গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুবিধার আওতায় আসবে।

 

এই পার্টনারশিপের ফলে এখন থেকে পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-এর সকল কর্মী ও তাদের পরিবারের সদস্যরা লাইফ ইন্স্যুরেন্স ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্প্রতি ঢাকায় পারফেট্টি ভ্যান মেলের কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ; এসভিপি ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস; এসভিপি ও ডেপুটি হেড (গ্রুপ ইন্স্যুরেন্স) ইফতেখার আহমেদ; এসএভিপি ও বিজনেস লিড (গ্রুপ ইন্স্যুরেন্স) আবু হানিফ; এসএভিপি ও হেড অব সার্ভিস (গ্রুপ ইন্স্যুরেন্স) জিনাত ফেরদৌসী; এসএভিপি ও টিম লিডার (গ্রুপ সার্ভিস) মাসুদুর রহমান মজুমদার; কি অ্যাকাউন্ট ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স) আহমেদ শাফিউল হক এবং বিজনেস রিলেশনশিপ ম্যানেজার, (গ্রুপ ইন্স্যুরেন্স) সোহানুর রহমান।

 

অন্যদিকে, পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ কাপুর; ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস) মোহাম্মদ সাব্বির জাহাঙ্গীর; ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওডি অ্যান্ড এইচআরবিপি সিনিয়র ম্যানেজার অনিন্দিতা তৃষা; সি অ্যান্ড বি ও এইচআর সার্ভিসেসের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ জাইদ বিন আতাউর; ওডি অ্যান্ড এইচআর সার্ভিসেসের সিনিয়র এক্সিকিউটিভ আহনাফ তাহামিদ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গার্ডিয়ান এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, প্রতিষ্ঠানের কর্মী ও তাদের পরিবারের জন্য একটি ইন্স্যুরেন্স কভারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্স্যুরেন্স মানুষকে  নিরাপত্তাবোধ ও মানসিক প্রশান্তি দেয়, যা কর্মীদের অফিসের কাজ ও ব্যক্তিগত উন্নয়নে মনোনিবেশ করতে ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “পারফেট্টি ভ্যান মেলের সাথে এই পার্টনারশিপে আমরা অত্যন্ত আনন্দিত, সেই সাথে তাদের কর্মীদের জন্য আমাদের ইন্স্যুরেন্স সেবা প্রদান করতে পেরে আমরা গর্বিত।”

 

দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সহযোগিতা পূর্ণ পদক্ষেপই প্রমাণ করে গার্ডিয়ান সবসময় কর্পোরেট প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য ইন্স্যুরেন্স সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com