ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডারদের গ্র্যাজুয়েশন উদ্‌যাপিত

ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫: সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডার্স ২০২৪ ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে। ইয়াং লিডারদের এক বছরের প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি উদ্‌যাপন নিয়ে ব্যাংকটি ‘লার্নার টু লিডার’ শীর্ষক একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করে।

ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডার্স প্রোগ্রামটি (ওয়াইএলপি) ডিজাইন করা হয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে। এই প্রোগ্রামের আওতায় এক বছর ধরে ৪৯ জন ইয়াং লিডার ডিজিটাল ইনোভেশন, বিজনেস অপারেশনস, কমপ্লায়েন্স ও রিস্ক ম্যানেজমেন্টসহ ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। ক্লাসরুম প্রশিক্ষণ, প্রজেক্ট-ভিত্তিক অ্যাসাইনমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট ও ডিভিশনের কাজে যুক্ত করার মাধ্যমে ব্যাংকটি ইয়াং লিডারদের একটি পূর্ণাঙ্গ পেশাগত ভিত্তি গড়ে তোলে।

৩১ জুলাই ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইয়াং লিডাররা সাংস্কৃতিক পরিবেশনায়ও অংশ নেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যেক ইয়াং লিডারদের একটি স্মারক উপহারের পাশাপাশি প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতির নিয়োগপত্রও প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন,
“আমাদের সহকর্মীরাই আমাদের সাফল্যের মূল ভিত্তি। এই ইয়াং লিডাররাই ব্যাংকিং খাতের আগামীর ভবিষ্যৎ। আমরা ট্যালেন্টদের পেছনে বিনিয়োগে বিশ্বাসী এবং তাঁদের স্বপ্ন পূরণে সহায়তা করি। এই তরুণ পেশাজীবীরা যাতে শেখার মাধ্যমে বেড়ে উঠে দেশে ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই প্ল্যাটফর্ম তৈরি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ইয়াং লিডাররা ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং দেশের ভবিষ্যৎ ব্যাংকিং খাতের উন্নয়নে অবদান রাখবে।”

ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডার্স প্রোগ্রাম ব্যাংকটির ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং দেশের আর্থিক খাতে তরুণ পেশাজীবীদের কার্যকর অবদান রাখার সুযোগ তৈরি করার ব্যাপারে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে শয়তানি করছেন: মির্জা ফখরুল

» খালের মধ্যে কুমিরটা ১৭ বছর যন্ত্রণা দিয়ে দিল্লিতে পালিয়ে আছে: গয়েশ্বর

» ‘দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারেক রহমানকেও দিতে পারবে’: হান্নান মাসউদ

» বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন, আপনারা কারা?: জাপা মহাসচিবকে রিজভী

» নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

» প্রধান উপদেষ্টার সঙ্গে সাত রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত

» ভবিষ্যতে সরকারপ্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত : ফারুকী

» ব্র্যাক ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও পদে নিয়োগপ্রাপ্ত হলেন তারেক রেফাত উল্লাহ খান

» ইউসিবিডিতে মোনাশ ফাউন্ডেশন ২০২৫ প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

» পুলিশ বাহিনীতে গড়ে উঠেছিল ২ গ্রুপ, নেতৃত্বে ছিলেন হাবিব-মনির

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডারদের গ্র্যাজুয়েশন উদ্‌যাপিত

ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫: সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডার্স ২০২৪ ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে। ইয়াং লিডারদের এক বছরের প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি উদ্‌যাপন নিয়ে ব্যাংকটি ‘লার্নার টু লিডার’ শীর্ষক একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করে।

ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডার্স প্রোগ্রামটি (ওয়াইএলপি) ডিজাইন করা হয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে। এই প্রোগ্রামের আওতায় এক বছর ধরে ৪৯ জন ইয়াং লিডার ডিজিটাল ইনোভেশন, বিজনেস অপারেশনস, কমপ্লায়েন্স ও রিস্ক ম্যানেজমেন্টসহ ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। ক্লাসরুম প্রশিক্ষণ, প্রজেক্ট-ভিত্তিক অ্যাসাইনমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট ও ডিভিশনের কাজে যুক্ত করার মাধ্যমে ব্যাংকটি ইয়াং লিডারদের একটি পূর্ণাঙ্গ পেশাগত ভিত্তি গড়ে তোলে।

৩১ জুলাই ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইয়াং লিডাররা সাংস্কৃতিক পরিবেশনায়ও অংশ নেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যেক ইয়াং লিডারদের একটি স্মারক উপহারের পাশাপাশি প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতির নিয়োগপত্রও প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন,
“আমাদের সহকর্মীরাই আমাদের সাফল্যের মূল ভিত্তি। এই ইয়াং লিডাররাই ব্যাংকিং খাতের আগামীর ভবিষ্যৎ। আমরা ট্যালেন্টদের পেছনে বিনিয়োগে বিশ্বাসী এবং তাঁদের স্বপ্ন পূরণে সহায়তা করি। এই তরুণ পেশাজীবীরা যাতে শেখার মাধ্যমে বেড়ে উঠে দেশে ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই প্ল্যাটফর্ম তৈরি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ইয়াং লিডাররা ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং দেশের ভবিষ্যৎ ব্যাংকিং খাতের উন্নয়নে অবদান রাখবে।”

ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডার্স প্রোগ্রাম ব্যাংকটির ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং দেশের আর্থিক খাতে তরুণ পেশাজীবীদের কার্যকর অবদান রাখার সুযোগ তৈরি করার ব্যাপারে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com