৫ই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নরসিংদী  প্রতিনিধি : নরসিংদীতে ৫ই আগস্ট ২০২৪-এ সংঘটিত গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, পলাশ থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 বৃহস্পতিবার ৭ই আগস্ট ২০২৫ বিকাল ৩ ঘটিকায় পলাশ উপজেলা প্রেসক্লাব  আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক মুফতি আব্দুর রহিম কাসিমী।
সভায় সভাপতিত্ব করেন পলাশ থানা শাখার সভাপতি মাওলানা নোমানুল করিম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্বারী মোঃইসমাইল হোসেন হাসেমী, সাধারণ সম্পাদক যুব জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ পলাশ থানা শাখা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ছোলাইমান গাজী সাধারণ সম্পাদক পলাশ থানা শাখা মাওলানা আলী হোসেন সাংগঠনিক সম্পাদক, মাওলানা মিজানুর রহমান সভাপতি  চরসিন্দুর ইউনিয়ন শাখা এবং মাওলানা আব্দুল করিম সাধারণ সম্পাদক জিনারদী ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ৫ই আগস্টের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, “তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। ইসলাম প্রিয় জনগণের অধিকার রক্ষায় জমিয়তের পথচলা অব্যাহত থাকবে।”
প্রধান অতিথি মুফতি আব্দুর রহিম কাসিমী তাঁর বক্তব্যে বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে আসছে।”
তিনি আরও বলেন, “সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে সরকারের গোপন চুক্তির মাধ্যমে বাংলাদেশে কমিশনের অফিস স্থাপন করা হয়েছে—যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।”
জমিয়ত নেতৃবৃন্দ অভিযোগ করেন, এই অফিসের মাধ্যমে সমকামিতা, ট্রান্সজেন্ডার অধিকার ও কথিত বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধী পশ্চিমা সংস্কৃতি দেশে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা করা হবে। এছাড়া, পার্বত্য চট্টগ্রামে একটি পৃথক খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রের পথও সুগম হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে এক মুনাজাতে দেশ, জাতি, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার জন্য দোয়া করা হয়।
সভায় নেতৃবৃন্দ দেশের সকল ইসলাম প্রিয় জনগণকে জমিয়তের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ও দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।
Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‌যারা লুকিয়ে ছিল, তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন: হান্নান মাসউদ

» ডাকসু নির্বাচনে বিবেকবোধ থেকে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান সারজিসের

» কিরগিজস্তান থেকে রাতে দেশে ফিরছেন ১৮০ বাংলাদেশি

» ভূমি প্রশাসনের উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য : সিনিয়র সচিব

» ঢাবিতে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, বিজিবির টহলও চলছে

» ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভের মুখে মন্ত্রিসভায় রদবদল, ৫ মন্ত্রী বরখাস্ত

» কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন

» জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

» ফেসবুকে ফিরছে ১০ বছর আগের সেই ফিচার

» গুজব সন্ত্রাসের শেষ কোথায়?

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৫ই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নরসিংদী  প্রতিনিধি : নরসিংদীতে ৫ই আগস্ট ২০২৪-এ সংঘটিত গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, পলাশ থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 বৃহস্পতিবার ৭ই আগস্ট ২০২৫ বিকাল ৩ ঘটিকায় পলাশ উপজেলা প্রেসক্লাব  আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক মুফতি আব্দুর রহিম কাসিমী।
সভায় সভাপতিত্ব করেন পলাশ থানা শাখার সভাপতি মাওলানা নোমানুল করিম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্বারী মোঃইসমাইল হোসেন হাসেমী, সাধারণ সম্পাদক যুব জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ পলাশ থানা শাখা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ছোলাইমান গাজী সাধারণ সম্পাদক পলাশ থানা শাখা মাওলানা আলী হোসেন সাংগঠনিক সম্পাদক, মাওলানা মিজানুর রহমান সভাপতি  চরসিন্দুর ইউনিয়ন শাখা এবং মাওলানা আব্দুল করিম সাধারণ সম্পাদক জিনারদী ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ৫ই আগস্টের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, “তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। ইসলাম প্রিয় জনগণের অধিকার রক্ষায় জমিয়তের পথচলা অব্যাহত থাকবে।”
প্রধান অতিথি মুফতি আব্দুর রহিম কাসিমী তাঁর বক্তব্যে বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে আসছে।”
তিনি আরও বলেন, “সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে সরকারের গোপন চুক্তির মাধ্যমে বাংলাদেশে কমিশনের অফিস স্থাপন করা হয়েছে—যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।”
জমিয়ত নেতৃবৃন্দ অভিযোগ করেন, এই অফিসের মাধ্যমে সমকামিতা, ট্রান্সজেন্ডার অধিকার ও কথিত বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধী পশ্চিমা সংস্কৃতি দেশে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা করা হবে। এছাড়া, পার্বত্য চট্টগ্রামে একটি পৃথক খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রের পথও সুগম হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে এক মুনাজাতে দেশ, জাতি, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার জন্য দোয়া করা হয়।
সভায় নেতৃবৃন্দ দেশের সকল ইসলাম প্রিয় জনগণকে জমিয়তের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ও দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।
Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com