শৈশবে হারিয়ে গেলেন নাহিদ-হাসনাত,সারজিস এবং নাসীরুদ্দীনরা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার  নড়াইল যাওয়ার পথে যেন শৈশবে হারিয়ে গেলেন দলটির শীর্ষ কয়েকজন নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম এবং নাসীরুদ্দীন পাটওয়ারীরা।

 

এদিন গাড়িবহর নিয়ে নড়াইল যাচ্ছিলেন এই জুলাই বিপ্লবীরা। পথে একটি বিল দেখে গাড়ি থামিয়ে প্রথমে সেখানে ঝাপিয়ে পড়েন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ দৃশ্যের একটি ভিডিও ও কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

 

ওই ভিডিওতে দেখা যায়, হাসনাত বিলের পানিতে নেমে দলের অন্য নেতাদেরও নামার আহ্বান জানাচ্ছেন। একপর্যায়ে তিনি পাড়ে উঠে এসে নাসীরুদ্দীন পাটওয়ারীর পা টেনে ধরে পানিতে নামানোর চেষ্টা করেন। উপর থেকে নাসীরুদ্দিনকে ধাক্কা দেন এনসিপির আরেক নেতা সারজিস আলম। পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে হেসে লুটোপুটি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও অন্যরা।

 

হাসনাত-সারজিসের যৌথ চেষ্টায় অবশেষে বিলের পানিতে গিয়ে ঝাপিয়ে পড়তে বাধ্য হন নাসীরুদ্দিন পাটওয়ারী। এরপরই বিলে ঝাপ দেন সাদা পাঞ্জাবি আর কালো প্যান্ট পরিহিত সারজিস আলম। এবার পালা নাহিদ ইসলামের। পায়ের জুতা খুলে বিলের পানিতে ঝাপিয়ে পড়ে শৈশবে ফিরে যান তিনিও। এরপর একে একে নেমে পড়েন অন্যরাও।

 

বিলের পানিতে নেমেই শুরু হয় নাহিদ-হাসনাতদের নানা কিসিমের খুনসুটি। একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে কাধে তুলে পানিতে ছুড়ে ফেলে দিয়ে নিজের বীরত্ব জাহির করতে দেখা যায় হাসনাতকে। তা দেখে আনন্দে মাতোয়ারা অন্যরা।

 

জুলাই বিপ্লবী নাহিদ-হাসনাত-সারজিসদের এই খুনসুটি মন ভরিয়েছে নেটগেরিকদের। অনেকে এনসিপির এই নেতাদের পরামর্শ দিয়েছেন, সবসময় এভাবেই মিলেমিশে হাসিখুশি থাকো। কোনো ভাঙন যেন না ধরে। অনেক নেটগেরিক আবার নাহিদ-হাসনাতদের সঙ্গে শৈশবে পিরে যাওয়ার খায়েশের কথাও জানিয়েছেন।

 

এনসিপি নেতাদের এই জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ নড়াইলের পথসভা শেষে শুক্রবার (১১ জুলাই) খুলনার দুটি স্থানে পথসভা করবেন তারা। একটি নগরীর শিববাড়ি মোড়ে এবং অন্যটি খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস মোড়ে।

 

বুধবার  দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এই পথসভার প্রস্তুতি সম্পর্কে জানাতে পৃথক ব্যানারে সংবাদ সম্মেলন করে এনসিপি জেলা ও মহানগর।

 

সেখানে জানানো হয়, শুক্রবার দুপুরে যশোর হয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা খুলনায় যাবেন। নগরীর বাইতুন নূর মসজিদে জুমার নামাজ আদায় শেষে শহীদদের কবর জিয়ারত, বিকেল সাড়ে ৩টায় আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়, বিকেল ৫টায় শিববাড়ি মোড়ে পথসভা এবং সন্ধ্যা ৭টায় পিপলস মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে।

এরপর চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গণসংযোগ ও পদযাত্রা হবে। খুলনায় রাতযাপন করে শনিবার সকালে তারা সাতক্ষীরার উদ্দেশে যাত্রা করবেন। ইতোমধ্যে দলটির খুলনার নেতাকর্মীরা লিফলেট বিতরণ, গণসংযোগসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’

» জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি

» আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: মির্জা ফখরুল

» বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে: মির্জা ফখরুল

» যমুনায় এনসিপির প্রতিনিধি দল

» আঘাত এলে জবাব দিতে হবে, সবাই প্রস্তুত থাকুন: জাপা মহাসচিব

» নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে: তারেক রহমান

» চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে: তাহের

» ভুল থাকলেও এ সরকারকে ব্যর্থ হতে দেবো না: রাশেদ খান

» নূরকে চিকিৎসার জন্য বিদেশে নিতে চান: স্ত্রী মারিয়া

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শৈশবে হারিয়ে গেলেন নাহিদ-হাসনাত,সারজিস এবং নাসীরুদ্দীনরা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার  নড়াইল যাওয়ার পথে যেন শৈশবে হারিয়ে গেলেন দলটির শীর্ষ কয়েকজন নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম এবং নাসীরুদ্দীন পাটওয়ারীরা।

 

এদিন গাড়িবহর নিয়ে নড়াইল যাচ্ছিলেন এই জুলাই বিপ্লবীরা। পথে একটি বিল দেখে গাড়ি থামিয়ে প্রথমে সেখানে ঝাপিয়ে পড়েন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ দৃশ্যের একটি ভিডিও ও কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

 

ওই ভিডিওতে দেখা যায়, হাসনাত বিলের পানিতে নেমে দলের অন্য নেতাদেরও নামার আহ্বান জানাচ্ছেন। একপর্যায়ে তিনি পাড়ে উঠে এসে নাসীরুদ্দীন পাটওয়ারীর পা টেনে ধরে পানিতে নামানোর চেষ্টা করেন। উপর থেকে নাসীরুদ্দিনকে ধাক্কা দেন এনসিপির আরেক নেতা সারজিস আলম। পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে হেসে লুটোপুটি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও অন্যরা।

 

হাসনাত-সারজিসের যৌথ চেষ্টায় অবশেষে বিলের পানিতে গিয়ে ঝাপিয়ে পড়তে বাধ্য হন নাসীরুদ্দিন পাটওয়ারী। এরপরই বিলে ঝাপ দেন সাদা পাঞ্জাবি আর কালো প্যান্ট পরিহিত সারজিস আলম। এবার পালা নাহিদ ইসলামের। পায়ের জুতা খুলে বিলের পানিতে ঝাপিয়ে পড়ে শৈশবে ফিরে যান তিনিও। এরপর একে একে নেমে পড়েন অন্যরাও।

 

বিলের পানিতে নেমেই শুরু হয় নাহিদ-হাসনাতদের নানা কিসিমের খুনসুটি। একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে কাধে তুলে পানিতে ছুড়ে ফেলে দিয়ে নিজের বীরত্ব জাহির করতে দেখা যায় হাসনাতকে। তা দেখে আনন্দে মাতোয়ারা অন্যরা।

 

জুলাই বিপ্লবী নাহিদ-হাসনাত-সারজিসদের এই খুনসুটি মন ভরিয়েছে নেটগেরিকদের। অনেকে এনসিপির এই নেতাদের পরামর্শ দিয়েছেন, সবসময় এভাবেই মিলেমিশে হাসিখুশি থাকো। কোনো ভাঙন যেন না ধরে। অনেক নেটগেরিক আবার নাহিদ-হাসনাতদের সঙ্গে শৈশবে পিরে যাওয়ার খায়েশের কথাও জানিয়েছেন।

 

এনসিপি নেতাদের এই জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ নড়াইলের পথসভা শেষে শুক্রবার (১১ জুলাই) খুলনার দুটি স্থানে পথসভা করবেন তারা। একটি নগরীর শিববাড়ি মোড়ে এবং অন্যটি খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস মোড়ে।

 

বুধবার  দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এই পথসভার প্রস্তুতি সম্পর্কে জানাতে পৃথক ব্যানারে সংবাদ সম্মেলন করে এনসিপি জেলা ও মহানগর।

 

সেখানে জানানো হয়, শুক্রবার দুপুরে যশোর হয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা খুলনায় যাবেন। নগরীর বাইতুন নূর মসজিদে জুমার নামাজ আদায় শেষে শহীদদের কবর জিয়ারত, বিকেল সাড়ে ৩টায় আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়, বিকেল ৫টায় শিববাড়ি মোড়ে পথসভা এবং সন্ধ্যা ৭টায় পিপলস মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে।

এরপর চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গণসংযোগ ও পদযাত্রা হবে। খুলনায় রাতযাপন করে শনিবার সকালে তারা সাতক্ষীরার উদ্দেশে যাত্রা করবেন। ইতোমধ্যে দলটির খুলনার নেতাকর্মীরা লিফলেট বিতরণ, গণসংযোগসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com