সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।
গ্রেফতারকৃতরা হলেন—রুপাইনচিং চাকমা (৪৫), চইমিয়া চাকমা (৪১) এবং ওমং থাইং চাকমা (৪২)। তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উপপরিচালক শামীম আহম্মেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
শামীম আহম্মেদ জানান, যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় রাঙামাটি থেকে ঢাকার কলাবাগানগামী ডলফিন পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ১২ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ধানমন্ডি সার্কেলের একটি চৌকস টিম বাসটির ভেতর থেকে তিনজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে এই ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা কক্সবাজার-ঢাকা সরাসরি রুট ব্যবহার না করে প্রথমে রাঙামাটি হয়ে বান্দরবান ডলফিন পরিবহনের মাধ্যমে ঢাকায় এসে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করত।
এ ঘটনায় ইয়াবার পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি বাস টিকিট জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।








