সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় ঘরে তৈরি বিস্ফোরক প্রস্তুত ও মজুদের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শামীম নামে একজনকে আটক করা হয়েছে। অভিযানে তার বাড়ি থেকে একাধিক ককটেল বোমা, বিস্ফোরক উপাদান ও মাদক উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় যে, বোয়ালমারী উপজেলায় শামীম নামে এক ব্যক্তি নতুন করে ঘরে তৈরি ককটেল বোমা প্রস্তুত করছে এবং সেগুলো নিজ বাসায় মজুদ রেখেছে। একই সঙ্গে সে স্থানীয়ভাবে ইয়াবা ব্যবসা ও মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গেও জড়িত বলে তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শামীমকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরবর্তী তল্লাশিতে তার বসতঘর থেকে তিনটি ককটেল বোমা, দুই প্যাকেট বিস্ফোরক গুঁড়া, ৪৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বোমা প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত বিস্ফোরক ও সরঞ্জাম জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল। অভিযানের মাধ্যমে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
আটক শামীমকে জব্দকৃত আলামতসহ বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক প্রস্তুত ও মজুদ সংক্রান্ত সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।








