ফাইল ছবি
অনলাইন ডেস্ক : অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, গত ২৪ ঘণ্টায় ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। এছাড়া কোতোয়ালি থানা পুলিশ তিনজনকে, চৌগাছা, শার্শা, কেশবপুর ও বেনাপোল পোর্ট থানাপুলিশ একজন করে, অভয়নগর ও বাঘারপাড়া থানাপুলিশ দুইজন করে এবং মণিরামপুর থানাপুলিশ চারজনকে গ্রেফতার করে।








