রায়পুর প্রতিনিধি :-লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৩নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় নেতা আব্দুর রহমানের ও জাফর মোল্লা সহ নেতৃত্বে যুব দল এ প্রচার কার্যক্রমে নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় এলাকাবাসীর মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও ভোট চাওয়া হয়। নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি।
প্রচার চলাকালে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








