রুখসানা রিমি:
যদি ফিরতে মন চায়
ফিরুক না মনমরা নদীটা
আবারো হেসে উঠুক
অবোধ বালিকার মতো
প্রবল স্রোতস্বিনী হোক
প্রগাঢ় বিশ্বাসে
কৃষকের ধানক্ষেত
সজীবতা ফিরে পাক…
আঁচল পেতে বসে আছে
উদাসী কৃষক
অভিমানী নদীটা ফিরবে
আপন ঠিকানায় ফিরবে
একদিন ঠিকই বুঝবে
কৃষকের দৃষ্টিতে
কোন পাপ ছিল না
কৃষকের অন্তরে
কোন খাদ ছিল না
ছিল শুধু আত্মার ভালবাসা….