আইপিএল নিলামে বড় তারকাদের আড়ালে যাদের দিকে তাকিয়ে দলগুলো

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : আবারও ভারতের বাইরে বসছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের নিলাম। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ২০২৬ আসরের মিনি নিলাম।

যেখানে ১০টি ফ্র্যাঞ্চাইজি সব মিলিয়ে ৭৭ জন ক্রিকেটার কেনার সুযোগ পাবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারের জন্য খালি রয়েছে ৩১টি স্লট। ফলে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নিলাম ঘিরে জল্পনা।

প্রতিবারের মতো এবারও বড় নামগুলোর পাশাপাশি নজর থাকবে কিছু কম পরিচিত বিদেশি ক্রিকেটারের দিকে। যাদের সাম্প্রতিক পারফরম্যান্স আইপিএল দলগুলোর আগ্রহ বাড়াতে পারে। এমনই কয়েকজন সম্ভাবনাময় বিদেশি ক্রিকেটার নিয়ে আলোচনা।

আফগানিস্তানের তরুণ ওপেনার সেদিকউল্লাহ অটল এবারের নিলামে নজর কাড়তে পারেন। তার ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। গত বছরের ইমার্জিং এশিয়া কাপে ১৪৭ দশমিক ৭৯ স্ট্রাইকরেটে ৩৬৮ রান করে আলোচনায় আসেন তিনি। ওই টুর্নামেন্টে আর কোনো ব্যাটার ২০০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। চলতি বছর এখন পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টিতে ১৪১ দশমিক ৫৬ স্ট্রাইকরেট ও ৩১ দশমিক ৭৮ গড়ে করেছেন ১০৪৯ রান। আইপিএলে অভিষেক হলেও একটি ম্যাচের বেশি সুযোগ পাননি তিনি। পরবর্তীতে আইএল টি-টোয়েন্টিতে দিল্লি ফ্র্যাঞ্চাইজির দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।

নিউজিল্যান্ডের ২৩ বছর বয়সী ব্যাটার টিম রবিনসনের ভিত্তিমূল্যও ৭৫ লাখ রুপি। গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৬৬ বলে অপরাজিত ১০৬ রান করে নজর কাড়েন তিনি। সেই ম্যাচে রাচিন রবীন্দ্রর সঙ্গে জুটি গড়ে কিউইদের বিপর্যয় থেকে উদ্ধার করেন রবিনসন। তিনি হয়ে ওঠেন নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বকনিষ্ঠ পুরুষ সেঞ্চুরিয়ান। টি-টোয়েন্টিতে ৬৪ বলে ১৩৯ ও ৫৬ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলার নজিরও আছে তার। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টিতে ১৩৮ দশমিক ৮১ স্ট্রাইকরেট ও ৩১ দশমিক ৭৬ গড়ে করেছেন ৫৪০ রান।

নিউজিল্যান্ডের আরেক সম্ভাবনাময় নাম পেসার জ্যাক ফকস। সুপার স্ম্যাশের ২০২২–২৩ মৌসুমে ৭ দশমিক ৩৬ ইকোনমিতে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। পরের মৌসুমে নেন ১৪ উইকেট এবং ব্যাট হাতে খেলেন ১৫০ স্ট্রাইকরেটে। এসব পারফরম্যান্সের সুবাদে ২০২৪ সালে আন্তর্জাতিক অভিষেকের সুযোগ পান। এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টিতে তার শিকার ১৮ উইকেট। কাইল জেমিসন, উইল রু’র্কদের সঙ্গে এই তরুণ পেসারও আইপিএল নিলামে চমক হতে পারেন।

দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার ত্রিস্তান লুসের নামও আলোচনায়। সাবেক তারকা ডেল স্টেইনের বোলিং স্টাইল অনুসরণ করা এই পেসার ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়ে নজর কাড়েন। এমআই কেপটাউন ও এমআই নিউইয়র্কের হয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। আইপিএলে তার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। ২০ বছর বয়সী লুসের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি, তবে তার সম্ভাবনা দলগুলোর আগ্রহ বাড়াতে পারে।

স্পিন সমৃদ্ধ আফগানিস্তানের আরেক তরুণ লেগস্পিনার আরব গুলও নজরে আছেন। নিজ দেশের লিগে ১৫ ম্যাচে ২১ দশমিক ৪৯ গড়ে নিয়েছেন ৫৭ উইকেট। ১৯ বছর বয়সী এই স্পিনারকে সংক্ষিপ্ত ফরম্যাটে আফগানিস্তানের ভবিষ্যৎ তারকা হিসেবেও বিবেচনা করা হচ্ছে। তার বোলিং অ্যাকশন অনেকটাই রশিদ খানের মতো। চলমান আইএল টি-টোয়েন্টিতে তিনি খেলছেন এমআই এমিরেটসের হয়ে। আইপিএল মিনি নিলামে আরব গুলের ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নতুন সিনেমায় বিদ্যা সিনহা মিম

» দেশি অস্ত্রসহ দুজন গ্রেফতার

» পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দু’জন গ্রেফতার

» সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় চরমোনাই পীরের শোক

» দুই জুলাইযোদ্ধাকে কুপিয়ে জখম

» সুদানে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাতে জামায়াতের শোক ও সমবেদনা

» যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেব : উপদেষ্টা ড. আসিফ নজরুল

» গণঅভ্যুত্থানের নেতৃত্বকে লক্ষ্য করে হত্যার চেষ্টা চলছে : নাহিদ ইসলাম

» হাদির অবস্থা অপরিবর্তিত; অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা

» দেশকে নেতৃত্বহীন করতে হাদিকে গুলি, হিটলিস্টে আছে আরও অনেকে: আসিফ মাহমুদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইপিএল নিলামে বড় তারকাদের আড়ালে যাদের দিকে তাকিয়ে দলগুলো

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : আবারও ভারতের বাইরে বসছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের নিলাম। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ২০২৬ আসরের মিনি নিলাম।

যেখানে ১০টি ফ্র্যাঞ্চাইজি সব মিলিয়ে ৭৭ জন ক্রিকেটার কেনার সুযোগ পাবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারের জন্য খালি রয়েছে ৩১টি স্লট। ফলে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নিলাম ঘিরে জল্পনা।

প্রতিবারের মতো এবারও বড় নামগুলোর পাশাপাশি নজর থাকবে কিছু কম পরিচিত বিদেশি ক্রিকেটারের দিকে। যাদের সাম্প্রতিক পারফরম্যান্স আইপিএল দলগুলোর আগ্রহ বাড়াতে পারে। এমনই কয়েকজন সম্ভাবনাময় বিদেশি ক্রিকেটার নিয়ে আলোচনা।

আফগানিস্তানের তরুণ ওপেনার সেদিকউল্লাহ অটল এবারের নিলামে নজর কাড়তে পারেন। তার ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। গত বছরের ইমার্জিং এশিয়া কাপে ১৪৭ দশমিক ৭৯ স্ট্রাইকরেটে ৩৬৮ রান করে আলোচনায় আসেন তিনি। ওই টুর্নামেন্টে আর কোনো ব্যাটার ২০০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। চলতি বছর এখন পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টিতে ১৪১ দশমিক ৫৬ স্ট্রাইকরেট ও ৩১ দশমিক ৭৮ গড়ে করেছেন ১০৪৯ রান। আইপিএলে অভিষেক হলেও একটি ম্যাচের বেশি সুযোগ পাননি তিনি। পরবর্তীতে আইএল টি-টোয়েন্টিতে দিল্লি ফ্র্যাঞ্চাইজির দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।

নিউজিল্যান্ডের ২৩ বছর বয়সী ব্যাটার টিম রবিনসনের ভিত্তিমূল্যও ৭৫ লাখ রুপি। গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৬৬ বলে অপরাজিত ১০৬ রান করে নজর কাড়েন তিনি। সেই ম্যাচে রাচিন রবীন্দ্রর সঙ্গে জুটি গড়ে কিউইদের বিপর্যয় থেকে উদ্ধার করেন রবিনসন। তিনি হয়ে ওঠেন নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বকনিষ্ঠ পুরুষ সেঞ্চুরিয়ান। টি-টোয়েন্টিতে ৬৪ বলে ১৩৯ ও ৫৬ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলার নজিরও আছে তার। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টিতে ১৩৮ দশমিক ৮১ স্ট্রাইকরেট ও ৩১ দশমিক ৭৬ গড়ে করেছেন ৫৪০ রান।

নিউজিল্যান্ডের আরেক সম্ভাবনাময় নাম পেসার জ্যাক ফকস। সুপার স্ম্যাশের ২০২২–২৩ মৌসুমে ৭ দশমিক ৩৬ ইকোনমিতে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। পরের মৌসুমে নেন ১৪ উইকেট এবং ব্যাট হাতে খেলেন ১৫০ স্ট্রাইকরেটে। এসব পারফরম্যান্সের সুবাদে ২০২৪ সালে আন্তর্জাতিক অভিষেকের সুযোগ পান। এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টিতে তার শিকার ১৮ উইকেট। কাইল জেমিসন, উইল রু’র্কদের সঙ্গে এই তরুণ পেসারও আইপিএল নিলামে চমক হতে পারেন।

দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার ত্রিস্তান লুসের নামও আলোচনায়। সাবেক তারকা ডেল স্টেইনের বোলিং স্টাইল অনুসরণ করা এই পেসার ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়ে নজর কাড়েন। এমআই কেপটাউন ও এমআই নিউইয়র্কের হয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। আইপিএলে তার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। ২০ বছর বয়সী লুসের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি, তবে তার সম্ভাবনা দলগুলোর আগ্রহ বাড়াতে পারে।

স্পিন সমৃদ্ধ আফগানিস্তানের আরেক তরুণ লেগস্পিনার আরব গুলও নজরে আছেন। নিজ দেশের লিগে ১৫ ম্যাচে ২১ দশমিক ৪৯ গড়ে নিয়েছেন ৫৭ উইকেট। ১৯ বছর বয়সী এই স্পিনারকে সংক্ষিপ্ত ফরম্যাটে আফগানিস্তানের ভবিষ্যৎ তারকা হিসেবেও বিবেচনা করা হচ্ছে। তার বোলিং অ্যাকশন অনেকটাই রশিদ খানের মতো। চলমান আইএল টি-টোয়েন্টিতে তিনি খেলছেন এমআই এমিরেটসের হয়ে। আইপিএল মিনি নিলামে আরব গুলের ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com