সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।
আজ সকালের দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, সকালের দিকে লঞ্চের ধাক্কায় এ ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে লঞ্চের দায়িত্বে থাকা লোকজন সাঁতরিয়ে পালিয়ে যায়। আমরা লঞ্চটিকে আটক করেছি। আর বাল্কহেডটি পানিতে ডুবে যাওয়ায় এটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বালুবোঝাই বাল্কহেডটিতে পাঁচজন লোক ছিলেন। তারা প্রত্যেকেই সাঁতরিয়ে পাড়ে উঠে আসেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।







