সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কলকাতায় শুক্রবার মধ্যরাতে পা রেখেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এবং রাস্তাজুড়ে উচ্ছ্বসিত ভক্তদের বিপুল ভিড় জবে উঠে। নিরাপত্তার কারণে তাকে বিকল্প পথে আনা হয়।
মেসির আগমনে শহরে স্থাপিত হয়েছে ৭০ ফুট উঁচু একটি ভাস্কর্য। উদ্বোধনের আগে সোশ্যাল মিডিয়ায় সেই ভাস্কর্যের ছবি ছড়িয়ে পড়তে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে, তবে তা নেতিবাচক কারণে। মেসির ভাস্কর্যের ছবি নিয়ে শুরু হয়েছে হাস্যরস। অনেকেই প্রশ্ন তুলেছেন, আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ভাস্কর্যটির আদৌ কি কোনো মিল আছে? কেউ কেউ এই ভাস্কর্য দেখে দ্বিধায় ভুগছেন। এটি মেসি নাকি বলিউড হিরো হৃত্বিক রোশন?
একজন এক্স ব্যবহারকারী সোজাসাপ্টা লিখেছেন, ‘কোন দিক থেকে দেখলে এটা মেসির মতো লাগে, আমি বুঝতেই পারছি না।’ আরেকজন তুলনা টেনেছেন কলকাতার ফুটবলার মেহতাব হোসেনের সঙ্গে, প্রশ্ন করেছেন, ‘এটা কার ভাস্কর্য?’
ভাস্কর্যের উচ্চতা নিয়েও বিদ্রুপের লক্ষ্য করা গেছে। একজন মন্তব্য করেছেন, ‘পৃথিবীর সবচেয়ে খাটো মানুষগুলোর একজনের মূর্তিই আবার কীভাবে সবচেয়ে উঁচু হয়?’
এরপর বিভিন্ন প্ল্যাটফর্মে চলতে থাকে রসিকতার বন্যা। যেখানে কলকাতার চলচ্চিত্রের তারকা ঋত্বিক চক্রবর্তীও। জনপ্রিয় এই তারকা ফেসবুকে লিখেছেন, ‘কলকাতায় একটা মেসি’র মূর্তি স্থাপিত হয়েছে ওটা হৃত্বিক রোশন স্বচক্ষে দেখলে খুব খুশি হবেন।’
আরেকজন লিখেছেন, ‘মিশো থেকে মেসি অর্ডার করলে যেমন আসে।’ আর কেউ যোগ করেছেন, ‘মুখটা একটু বেশিই মেসি (messy) হয়ে গেছে।’
এদিকে একজন ফেসবুক ব্যবহারকারী তো দাবি করেই বসেছেন, ‘আমি তো ভেবেছিলাম ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছে হৃতিক রোশন।’
কলকাতার এক অদ্ভুত নাগরিক বিড়ম্বনায় পরিণত হয়েছে জনসমক্ষে স্থাপিত ভাস্কর্যগুলো। শহরের পার্ক আর ট্রাফিক আইল্যান্ডে ছড়িয়ে থাকা অনেক ভাস্কর্যই বেমানান, অনুপাতহীন, আর শ্রদ্ধার বদলে অনিচ্ছাকৃত ক্যারিকেচারের মতো দেখায়।
কোথাও মাথাহীন ফুটবলার, কোথাও গলিত মোমের মতো অঙ্গ-প্রত্যঙ্গ, এসব ভাস্কর্য দীর্ঘদিন ধরেই শহরবাসীর ঠাট্টার বিষয়। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আইকনও রেহাই পাননি। তার বেশ কয়েকটি ভাস্কর্য অদ্ভুত ভঙ্গি আর বিকৃত অভিব্যক্তির কারণে নিয়মিতই ভাইরাল মিমে পরিণত হয়।
মেসি ভারতে এসেছেন তার বহুল আলোচিত গোট (গোটা-গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুরের অংশ হিসেবে। এই সফরে তিনি কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি শহর ঘুরবেন। তার আগমন স্মরণীয় করে রাখতে ফুটবলপাগল শহর কলকাতায় নির্মাণ করা হয়েছে এই ৭০ ফুট উঁচু ভাস্কর্যটি। শনিবার ভাস্কর্যটির উদ্বোধন হওয়ার কথা এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে মেসির অংশ নেওয়ার কথা রয়েছে। সূএ : বাংলাদেশ প্রতিদিন







