সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ক্যাচ মিসের মহড়ায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের কাছে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ। এই জয়ের ফলে সিরিজে সমতায় ফিরলো সফরকারীরা।
বুধবার (১০ নভেম্বর) কক্সবাজারে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ১৮ বলে ২২ রানের উদ্বোধনী জুটি দিয়ে ম্যাচ শুরু করে বাংলাদেশ।ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ২১ বলে ২০ রান করে আউট হন। তিনটি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে।
আরেক ওপেনার সাদিয়া নুসরাত আউট হন ১৪ বলে ১২ রান করে। তবে অধিনায়ক সাদিয়া ইসলাম আজ ব্যর্থ হয়েছেন। ১০ বলে মাত্র ৬ রান করেই বিদায় নেন তিনি। তারপর ভালো জুটি গড়েন অচেনা জান্নাত সূচনা ও মায়মুনা নাহার।
তাদের জুটি থেকে আসে ৪২ বলে ৪৮ রান। ৩৫ রান করে সাজঘরে ফিরে যান সূচনা। তিনি খেলেন ৩৪টি বল। চারটি চার আসে তার ব্যাট থেকে। মায়মুনার ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৪ রান।
নির্ধারিত ২০ ওভারে সাতটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। পাকিস্তানের পক্ষে দুইটি করে উইকেট নেন রোজিনা আকরাম ও মেমুনা খালিদ।
জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। ১৭ বলে ৩৩ রান আসে উদ্বোধনী জুটিতে। কোমাল খানকে বোল্ড করে এই জুটি ভাঙেন হাবিবা ইসলাম পিংকি। পরে রাভাইল ফারহানকে বোল্ড করেন জারিন তাসনিম লাবণ্য। তিনি ১১ বলে ৪ রান করেন। নিজের পরের ওভারেই টানা দুই বলে আরও দুইটি উইকেট নেন লাবণ্য। আউট হন জুফিশান আয়াজ ও আরিশা আনসারি।
তারপরে জুটি পান ইমান নাসির ও ফাইজা ফাইয়াজ। বারবার জীবন পান তারা। ১৬তম ওভারে টানা দুই বলে দুইটি ক্যাচ মিস করে বাংলাদেশ। জীবন পান ইমান ও ফাইজা। ১৭তম ওভারেও ফাইজার সহজ ক্যাচ মিস করে বাংলাদেশ। এতে ম্যাচ থেকে ছিটকে পড়েন সাদিয়ারা। একাধিকবার জীবন পাওয়ার সুযোগ দারুণভাবে কাজে লাগান ইমান ও ফাইজা। শেষ পর্যন্ত ১৮.১ বলে ম্যাচ জিতে যায় পাকিস্তান। শেষ ম্যাচটি এখন অলিখিত ফাইনালে রুপ নিয়েছে।







