আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক : যথাসময়ে নির্বাচন চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক। যথাসময়ে এবং যথাযথ পরিবেশে যেন সুষ্ঠু নির্বাচন হয়—এটাই আমাদের প্রত্যাশা।

বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক হয়।

নাহিদ ইসলাম বলেন, আমরা চাই, এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, প্রার্থীরাও স্বচ্ছতার সাথে নির্বাচনে অংশ নেবেন। এ বিষয়ে যেন কমিশন ব্যবস্থা নেয়। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। এসপি ডিসি যে বদলি হয়েছে, সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি, এসব বিষয়ে কমিশন যেন ব্যবস্থা নেয়।

তিনি বলেন, গণভোটের প্রশ্নগুলো নিয়ে যেন প্রথম থেকে প্রচার করা হয়। মিস ইনফরমেশন, ডিজইনফরমেশনের ক্ষেত্রে যেন নির্বাচন কমিশন উদ্যোগ নেয়। নারী প্রার্থীদের জন্য সাইবার বুলিং যেন না হয়।

এনসিপি নেতা বলেন, গণভোটের একাধিক প্রশ্ন রাখা হয়েছে বিভিন্ন দলের চাহিদার কথা মাথায় রেখে। আরও সহজভাবে এটা করা দরকার ছিল। আমরা সরকারের কাছে সেই সাজেশন দিয়েছি। এটা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। ফলে এই আদেশের ভিত্তিতে গণভোট হলে এটা ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। সরকার ও দলের পক্ষ থেকে এটা প্রচার করা দরকার এবং জনগণের সামনে প্রশ্নগুলো স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, আমরা তাদের (কমিশনার) বলেছি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে যেন তারা তফসিলের ঘোষণা দেয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ আরও বলেন, নির্বাচন কমিশন নিয়ে সেই উদ্বেগ এখনো আমাদের আছে। পুরোনো আইনে এটা গঠিত। আমরা চেয়েছিলাম সংস্কার প্রস্তাব অনুযায়ী এটি গঠিত হওয়া উচিত ছিল। তবে আমরা নির্বাচন দিকে এগোতে চাই।

তিনি বলেন, আমরা সব দিক দিয়ে কমিশনকে সহযোগিতা করবো। তবে আমরা যদি দেখি তারা পক্ষপাতমূলক আচরণ করছে, সে ক্ষেত্রে আমরা কমিশনের প্রতি সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য হবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রাজনৈতিক মত ভিন্ন হলেও দেশে উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

» দেশে সম্পদের কোনো অভাব নেই, অভাব দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্বের: এটিএম আজহার

» আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক: নাহিদ ইসলাম

» জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস

» তরুণরা এখন চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে চায়: শিল্প উপদেষ্টা

» খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

» রিমান্ড শেষে কারাগারে আনিসুল-কামরুল-সোলাইমান

» শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট নিলো এনসিপি

» হিরো আলমকে হত্যাচেষ্টা: রিয়াজ-মিথিলার জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা

» ব্র্যাক ব্যাংকের অ্যানুয়াল রিস্ক কনফারেন্সে ভবিষ্যতমুখী ঝুঁকি কৌশল প্রণয়নের আহ্বান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক : যথাসময়ে নির্বাচন চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক। যথাসময়ে এবং যথাযথ পরিবেশে যেন সুষ্ঠু নির্বাচন হয়—এটাই আমাদের প্রত্যাশা।

বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক হয়।

নাহিদ ইসলাম বলেন, আমরা চাই, এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, প্রার্থীরাও স্বচ্ছতার সাথে নির্বাচনে অংশ নেবেন। এ বিষয়ে যেন কমিশন ব্যবস্থা নেয়। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। এসপি ডিসি যে বদলি হয়েছে, সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি, এসব বিষয়ে কমিশন যেন ব্যবস্থা নেয়।

তিনি বলেন, গণভোটের প্রশ্নগুলো নিয়ে যেন প্রথম থেকে প্রচার করা হয়। মিস ইনফরমেশন, ডিজইনফরমেশনের ক্ষেত্রে যেন নির্বাচন কমিশন উদ্যোগ নেয়। নারী প্রার্থীদের জন্য সাইবার বুলিং যেন না হয়।

এনসিপি নেতা বলেন, গণভোটের একাধিক প্রশ্ন রাখা হয়েছে বিভিন্ন দলের চাহিদার কথা মাথায় রেখে। আরও সহজভাবে এটা করা দরকার ছিল। আমরা সরকারের কাছে সেই সাজেশন দিয়েছি। এটা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। ফলে এই আদেশের ভিত্তিতে গণভোট হলে এটা ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। সরকার ও দলের পক্ষ থেকে এটা প্রচার করা দরকার এবং জনগণের সামনে প্রশ্নগুলো স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, আমরা তাদের (কমিশনার) বলেছি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে যেন তারা তফসিলের ঘোষণা দেয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ আরও বলেন, নির্বাচন কমিশন নিয়ে সেই উদ্বেগ এখনো আমাদের আছে। পুরোনো আইনে এটা গঠিত। আমরা চেয়েছিলাম সংস্কার প্রস্তাব অনুযায়ী এটি গঠিত হওয়া উচিত ছিল। তবে আমরা নির্বাচন দিকে এগোতে চাই।

তিনি বলেন, আমরা সব দিক দিয়ে কমিশনকে সহযোগিতা করবো। তবে আমরা যদি দেখি তারা পক্ষপাতমূলক আচরণ করছে, সে ক্ষেত্রে আমরা কমিশনের প্রতি সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য হবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com