সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে বহুল আলোচিত নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলীমকে গ্রেফতার করেছে র্যাব-১২। মঙ্গলবার রাতে সলঙ্গার হরিণচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল আলীম (৪০) শাহজাদপুর উপজেলার রতনকান্দি উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ জানান, গত ২৮ নভেম্বর সকালে পশ্চিম দুয়ারী এলাকার নিজ ঘর থেকে ইউপি সদস্য পিয়ারা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী আব্দুল আলীমসহ পরিবারের সদস্যরা পলাতক ছিলেন। পরে নিহতের বাবা হানিফ সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন।
মামলা হওয়ার পর র্যাব-১২ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে সলঙ্গার হরিণচড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আলীমকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আলীমকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।







