সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির সামনে বিকট শব্দে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
আজ রাত সাড়ে ৮টার দিকে শিল্পকলা একাডেমি আর দুদক গেটের মাঝামাঝি ফাঁকা জায়গায় এই বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল যোগে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে। তারা আরও জানান, সাদা রঙের হুডি পরা মোটর সাইকেলের আরোহী পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ ও আনসার সদস্যরা অবস্থান করছে।
কি কারণে, কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।







