আসল কাজ না করে ধান্দা ছিল ‘মাদার অব হিউমেনিটি’ সেল করার: প্রেস সচিব

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যদি আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া হতো, তবে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হতো না। তিনি বলেন, কিন্তু তখন যেটা হয়েছে, উনি (সাবেক প্রধানমন্ত্রী) ‘মাদার অব হিউম্যানিটি’ সেল করতে চেয়েছিলেন। পতিত স্বৈরাচারের ধান্দা ছিল সেটা। ফলে যেটা হয়েছে, ফোকাস চলে গেছে অন্যদিকে। এখন ইউক্রেন যুদ্ধ, সুদানের গৃহযুদ্ধ, গাজায় গণহত্যার দিকে বৈশ্বিক মনোযোগ চলে গেছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে ১৯৭৮, ১৯৯১ ও ২০০৬ সালে প্রবেশ করলেও সবচেয়ে বড় ঢল এসেছিল ২০১৭ সালের আগস্ট–সেপ্টেম্বরে। তখন প্রায় ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসে। এরপর ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় দেড় লাখ রোহিঙ্গা দেশপ্রবেশ করেছে, এটা ইউএনএইচসিআর জানিয়েছে।

প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এই সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে আনা হয়েছে। প্রফেসর ইউনূসের অনুরোধে ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালে জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে রোহিঙ্গাদের চারজন নেতা বক্তব্য দেন এবং শীর্ষ দেশগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কনফারেন্সে ৯৬ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়।

তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, যার ফলে সংকটটি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এছাড়া কক্সবাজার ও কাতারের দোহাতে রোহিঙ্গা নিয়ে গুরুত্বপূর্ণ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শফিকুল আলম বলেন, বর্তমান সরকার শুরু থেকেই রোহিঙ্গা সংকটে সৎ ও ধারাবাহিক প্রচেষ্টা চালাচ্ছে। তার ফলাফল হয়তো এখনো পুরোপুরি দেখা যাচ্ছে না, তবে সামনের দিনগুলোতে এটি স্পষ্ট হয়ে উঠবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ডা. তাহেরের সুস্থতার জন্য দোয়া চাইলেন জামায়াত আমির

» দুদক ডিএনসিসি প্রশাসকের অনিয়ম পেলে ব্যবস্থা নেব: আসিফ মাহমুদ

» কড়াইল বস্তিতে বিএনপির ২ দিনব্যাপী হেলথ ক্যাম্প

» তৌহিদী জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ‘ধর্মান্ধতা’ বলা সংঘাত উসকে দেয়ার শামিল: মাওলানা মামুনুল হক

» জামায়াতের আমির হিসেবে শুক্রবার শপথ নিবেন ডা. শফিকুর রহমান

» ‘কালচারাল এস্টাবলিশমেন্ট অদ্ভুত জিনিস, নতুন কিছু দেখলেই আতঙ্কিত হয়’

» শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

» ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা

» হেনস্তার জন্য কখনো নিজের সাজপোশাককে দোষ দেবেন না: ঐশ্বরিয়া

» বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আসল কাজ না করে ধান্দা ছিল ‘মাদার অব হিউমেনিটি’ সেল করার: প্রেস সচিব

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যদি আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া হতো, তবে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হতো না। তিনি বলেন, কিন্তু তখন যেটা হয়েছে, উনি (সাবেক প্রধানমন্ত্রী) ‘মাদার অব হিউম্যানিটি’ সেল করতে চেয়েছিলেন। পতিত স্বৈরাচারের ধান্দা ছিল সেটা। ফলে যেটা হয়েছে, ফোকাস চলে গেছে অন্যদিকে। এখন ইউক্রেন যুদ্ধ, সুদানের গৃহযুদ্ধ, গাজায় গণহত্যার দিকে বৈশ্বিক মনোযোগ চলে গেছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে ১৯৭৮, ১৯৯১ ও ২০০৬ সালে প্রবেশ করলেও সবচেয়ে বড় ঢল এসেছিল ২০১৭ সালের আগস্ট–সেপ্টেম্বরে। তখন প্রায় ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসে। এরপর ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় দেড় লাখ রোহিঙ্গা দেশপ্রবেশ করেছে, এটা ইউএনএইচসিআর জানিয়েছে।

প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এই সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে আনা হয়েছে। প্রফেসর ইউনূসের অনুরোধে ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালে জাতিসংঘে প্রথমবারের মতো রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে রোহিঙ্গাদের চারজন নেতা বক্তব্য দেন এবং শীর্ষ দেশগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কনফারেন্সে ৯৬ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়।

তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, যার ফলে সংকটটি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এছাড়া কক্সবাজার ও কাতারের দোহাতে রোহিঙ্গা নিয়ে গুরুত্বপূর্ণ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শফিকুল আলম বলেন, বর্তমান সরকার শুরু থেকেই রোহিঙ্গা সংকটে সৎ ও ধারাবাহিক প্রচেষ্টা চালাচ্ছে। তার ফলাফল হয়তো এখনো পুরোপুরি দেখা যাচ্ছে না, তবে সামনের দিনগুলোতে এটি স্পষ্ট হয়ে উঠবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com