সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উখিয়া ৬৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বৃহ্স্পতিবার (২৭ নভেম্বর) সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে আড়াই কি. মি. দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিওপি থেকে ২ কি. মি. দক্ষিণ পশ্চিম দিকে ফারির বিল নামক স্থানে অবস্থান করে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মিয়ানমার থেকে দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীদের হাতে থাকা ৩টি কালো ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌঁড়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ৩টি কালো ব্যাগের ভেতরে স্কচ টেপ মোড়ানো নীল রঙ্গের বায়ুরোধী ৩৬ কাট অর্থাৎ ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
পরবর্তীতে পলায়নরত চোরাকারবারিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে রাতভর ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও পলায়নরত চোরাকারবারি এবং অন্য কোনো অবৈধ সামগ্রী উদ্ধার কআ সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।







