সংগৃহীত ছবি
লাইফস্টাইল ডেস্ক : শরীরের একটি অপরিহার্য অঙ্গ কান। এটি আমাদের শুনতে সাহায্য করে এবং শ্রবণশক্তির ভারসাম্য বজায় রাখে। কানে কোনো সমস্যা হলে তার প্রভাব পড়ে মস্তিষ্কেও। অনেকসময় আমরা কানে তীব্র ব্যথা কিংবা শ্রবণশক্তি হারানোর লক্ষণগুলো উপেক্ষা করি। কিন্তু এসব লক্ষণ হতে পারে কানের পর্দা ফেটে যাওয়ার কারণ।
কানের পর্দা ফেটে যায় কেন?
কানের পর্দা, যাকে টিম্পানিক ঝিল্লি বলা হয়, এটি একটি পাতলা ঝিল্লি। এই ঝিল্লি বাইরের এবং মধ্য কানের মধ্যে অবস্থিত। এটি শ্রবণশক্তিকে উত্সাহ দেয় এবং কানে যেকোনো ধরণের সংক্রমণ রোধ করে। যদি কোনো কারণে এই ঝিল্লি ফেটে যায়, তবে তাকে কানের পর্দা ফেটে যাওয়া বলা হয়। এর কিছু কারণ হলো-
১. সংক্রমণ
যেকোনো ধরণের সংক্রমণের কারণেই ফেটে যেতে পারে কানের পর্দা। ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণের কারণে কিংবা কোনো ধরণের চাপ বা প্রদাহের কারণে কানের পর্দা দ্রুত ফেটে যায়। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে অনেকসময় শিশুদের কানের পর্দাও ফেটে যায়।
২. বিকট শব্দ
খুব জোরে শব্দ শোনার কারণেও অনেকসময় কানের পর্দা ফেটে যেতে পারে। হঠাৎ বিকট শব্দ কিংবা অদ্ভুত শব্দের কারণেও এই ঝিল্লি ফেটে যায়।
৩. আঘাত
যেকোনো ধরণের আঘাতের কারণেও কানের পর্দা সহজেই ফেটে যায়। দেশলাই দিয়ে চুলকানি, ইয়ারবাডের ব্যবহার, দুর্ঘটনায় পায়া আঘাত ইত্যাদি কারণে কানের পর্দা ফাটতে পারে।
কানের পর্দা ফেটে যাওয়ার লক্ষণ
কানে পর্দা ফেটে যাওয়ার কিছু লক্ষণ হলো-
- কানে তীব্র ব্যথা
- পানি পড়া
- শ্রবণশক্তি হ্রাস
- কানে গরম বোধ করা
- মাথা ঘোরা
কানের পর্দা ফেটে গেলে করণীয়
কানের পর্দা ফেটে গেলে গরম পানি দিয়ে সংকুচিত করতে পারেন। পানি গরম করুন এবং এতে কাপড় ভিজিয়ে কানে ভাপ দিন।
ব্যথা তীব্র হলে বা কান থেকে পানি ঝরলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। বর্তমানে কানের পর্দা সংশোধন করার জন্য টিম্পানোপ্লাস্টি সার্জারিও করা হয়। এতে কানের পর্দা আবার আগের অবস্থানে ফিরে আসে। সূএ: ঢাকা মেইল ডটকম







