ফাাইল ছবি
সিলেটের জকিগঞ্জ উপজেলার লামারগ্রাম-রতনগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন আহত হয়।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি ২০-২৫ জন যাত্রী নিয়ে জকিগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে ফুলতলী এলাকায় পৌঁছালে পাশের খাদে পড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে যাত্রীদের উদ্ধার করেন।
জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ বলেন, আহত সাত যাত্রীর মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অপর যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।