সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, বর্তমান প্রজন্মসহ সাধারণ মানুষ আর উত্তেজনাপূর্ণ বক্তব্য বা হুঙ্কার শুনতে চায় না। তারা রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের কাছ থেকে শালীনতা, পরিমিতি ও সমীহপূর্ণ আচরণ আশা করে। তাই রাজনীতিবিদদের মধ্যে সমীহভাব বজায় রাখা অত্যন্ত জরুরি।
রোববার (২৩ নভেম্বর) লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে আলফা স্টার ফাউন্ডেশন ও লক্ষ্মীপুর সোসাইটি।
এ্যানী চৌধুরী বলেন, ৫ আগস্টের আগে দেশে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। তারা ভিন্ন মতাদর্শী মানুষদের ওপর নির্যাতন করত। তখন আমরা গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জ্বালাময়ী বক্তব্য দিয়েছি। কিন্তু এখন দেশের পরিস্থিতি বদলেছে। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশত্যাগ করেছে। তাই মানুষ এখন আর সেই ধরনের বক্তব্য চায় না। বরং শালীন ও দায়িত্বশীল আলোচনা প্রত্যাশা করে।
মাদককে ‘সামাজিক ব্যাধি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এটি একা কারও পক্ষে সম্ভব নয়। সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন, কারণ মাদকের সঙ্গে সন্ত্রাস, চুরি-ডাকাতির মতো অপরাধ জড়িত।
শিক্ষার্থীদের উদ্দেশে এ্যানী বলেন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, বাংলা-ইংরেজির পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক ভাষায় দক্ষতা ও ফ্রিল্যান্সিং শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি জানান, জাপানিজ, আরবি এবং চাইনিজ ভাষা শেখা এখন সহজ, কারণ অনলাইনসহ নানা প্রতিষ্ঠানে এসব ভাষা শেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উচ্চশিক্ষা গ্রহণের পর পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। বাস্তব জীবনে কাজে লাগে এমন জীবনমুখী শিক্ষা নিশ্চিত করতে হবে।
আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী। এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুল হক, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুর রহমান, সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান, হেলাল উদ্দিনসহ আরও অনেকে।







