ফেসবুক পোস্টে ৪০ বছরের সম্পর্কের ইতি টেনে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : বরিশাল দক্ষিণ জেলার সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার জামায়াতে যোগ দিয়েছেন।

শুক্রবার(৩০ জানুয়ারি) বিকেলে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে বরিশাল-২ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠকে গিয়ে তিনি যোগদান করেন। এ সময় তার সঙ্গে তিন শতাধিক অনুসারী জামায়াতে যোগ দিয়েছেন বলে জানা যায়।

এর আগে গোলাম মাহমুদ মাহবুব মাস্টার গত বৃহস্পতিবার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে দল থেকে পদত্যাগ পত্র জমা দেওয়ার কপি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেন।

গোলাম মাহমুদ মাহবুব মাস্টারের শেয়ার করা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ ৪০ বছর (চার দশক) ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে রাজনীতি করেছি। এ দীর্ঘ সময় বিএনপির রাজনীতি করতে গিয়ে মামলা-হামলা, জেল-জুলুম, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি। বর্তমানে তিনি নিজ দলে লাঞ্ছিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

নিজস্ব ফেসবুক আইডি তিনি নাম উল্লেখ না করে লিখেছেন আরও লিখেছেন, ‘একজন নেতার ভয়ঙ্কর ইগো আর কতিপয় দালাল এর ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ জিয়ার গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে অব্যাহতি নিলাম।’

জামায়াতে যোগদান করে গোলাম মাহমুদ মাহবুব মাস্টার সাংবাদিকদের বলেন, জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপির অর্ধেক শেষ হয়ে যায়। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর বিএনপির বাকি অর্ধেকও শেষ হয়ে গেছে। বর্তমানে বিএনপির লেবেলের মিথ্যার রাজনীতিতে আমি আর নিজেকে সম্পৃক্ত রাখতে চাই না। যে দলের মধ্যে লুটেরা, চাঁদাবাজ, মাদকসেবী, দখলবাজ আছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। জামায়াতের মধ্যে এসব নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য তারা জীবন বাজি রাখে। সেই সত্যের সৈনিক হওয়ার জন্য জামায়াতে যোগ দিয়েছি।

বরিশাল-২ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান বলেছেন, গত ৫ আগস্টের পর দেশের মানুষের কাছে আমরা আমাদের তুলে ধরতে সক্ষম হয়েছি। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ গঠনের জন্য বিভিন্ন দল থেকে এসে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এর মাধ্যমে আমাদের বিজয় সুনিশ্চিত হবে। এটা বরিশাল-২ আসনের বানারীপাড়া ও উজিরপুর উপজেলা থেকে শুরু হয়েছে।

এ বিষয়ে বরিশাল-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে কল করা হলে রিসিভ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

» ফেসবুক পোস্টে ৪০ বছরের সম্পর্কের ইতি টেনে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

» নিরাপত্তাহীনতার অভিযোগে নির্বাচনি প্রচারণা থেকে বিরতি নিলেন মেঘনা আলম

» শফিকুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ ও জুলাইযোদ্ধাদের চেতনায় দেশ গড়তে চাই: পরওয়ার

» ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন: মির্জা আব্বাস

» শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাতে মানুষ মুখিয়ে আছে : সাদিক কায়েম

» একটি কার্ডের মধ্যে সব সুযোগ-সুবিধা নিয়ে আসব : নাহিদ ইসলাম

» জাতির কল্যাণে আগামী দিনে কাজ করে দেশকে সাজিয়ে দেব: তারেক রহমান

» ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে ছাত্রলীগের ন্যায় শিবিরকেও বিচারের মুখোমুখি করতে হবে’: আবিদুল ইসলাম

» আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে অঙ্গীকার বাস্তবায়ন করবে এনসিপি: আসিফ মাহমুদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেসবুক পোস্টে ৪০ বছরের সম্পর্কের ইতি টেনে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : বরিশাল দক্ষিণ জেলার সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার জামায়াতে যোগ দিয়েছেন।

শুক্রবার(৩০ জানুয়ারি) বিকেলে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে বরিশাল-২ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠকে গিয়ে তিনি যোগদান করেন। এ সময় তার সঙ্গে তিন শতাধিক অনুসারী জামায়াতে যোগ দিয়েছেন বলে জানা যায়।

এর আগে গোলাম মাহমুদ মাহবুব মাস্টার গত বৃহস্পতিবার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে দল থেকে পদত্যাগ পত্র জমা দেওয়ার কপি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেন।

গোলাম মাহমুদ মাহবুব মাস্টারের শেয়ার করা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ ৪০ বছর (চার দশক) ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে রাজনীতি করেছি। এ দীর্ঘ সময় বিএনপির রাজনীতি করতে গিয়ে মামলা-হামলা, জেল-জুলুম, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি। বর্তমানে তিনি নিজ দলে লাঞ্ছিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

নিজস্ব ফেসবুক আইডি তিনি নাম উল্লেখ না করে লিখেছেন আরও লিখেছেন, ‘একজন নেতার ভয়ঙ্কর ইগো আর কতিপয় দালাল এর ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ জিয়ার গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে অব্যাহতি নিলাম।’

জামায়াতে যোগদান করে গোলাম মাহমুদ মাহবুব মাস্টার সাংবাদিকদের বলেন, জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপির অর্ধেক শেষ হয়ে যায়। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর বিএনপির বাকি অর্ধেকও শেষ হয়ে গেছে। বর্তমানে বিএনপির লেবেলের মিথ্যার রাজনীতিতে আমি আর নিজেকে সম্পৃক্ত রাখতে চাই না। যে দলের মধ্যে লুটেরা, চাঁদাবাজ, মাদকসেবী, দখলবাজ আছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। জামায়াতের মধ্যে এসব নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য তারা জীবন বাজি রাখে। সেই সত্যের সৈনিক হওয়ার জন্য জামায়াতে যোগ দিয়েছি।

বরিশাল-২ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান বলেছেন, গত ৫ আগস্টের পর দেশের মানুষের কাছে আমরা আমাদের তুলে ধরতে সক্ষম হয়েছি। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ গঠনের জন্য বিভিন্ন দল থেকে এসে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এর মাধ্যমে আমাদের বিজয় সুনিশ্চিত হবে। এটা বরিশাল-২ আসনের বানারীপাড়া ও উজিরপুর উপজেলা থেকে শুরু হয়েছে।

এ বিষয়ে বরিশাল-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে কল করা হলে রিসিভ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com