ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নির্বাচনের প্রচারের সময় যুবদলের নেতারা বাধা দেওয়ার দাবি করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়ার এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজ পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মালিবাগ কাঁচাবাজারে আমাদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে শাহজাহানপুর যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রিপন এবং ১২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসিম রহমান পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করেন। তারা দাবি করেন, এই এলাকা নাকি ‘২০০ বছরের মির্জা আব্বাসের এলাকা।’
তিনি আরও বলেন, ‘প্রিয় ঢাকা–০৮ আসনের ভাই ও বোনেরা, এই দম্ভ ও জুলুমের জবাব আপনারাই দেবেন আগামী ১২ তারিখে। আপনাদের বিচারালয়েই তাদের বিচার রেখে গেলাম।’








