ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারাদেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ডাকা সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা।
বৃহস্পতিবার জামায়াতের মহিলা শাখার ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।
ফেসবুক পোস্টে জানানো হয়, অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।
এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নারী সমাবেশের কথা জানান।
তিনি বলেন, ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।








