ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মালয়েশিয়া থেকে দেশে ফিরতে চায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের অসুস্থ প্রবাসী সালাউদ্দিন। দীর্ঘদিন অসুস্থতায় চিকিৎসা খরচের অভাবে এখন বিনা চিকিৎসায় আস্তে আস্তে মৃতুর প্রায় খুব নিকটবর্তী, খুব দ্রুত দেশে না পাঠালে হয়তো পরিবারের কাছে আর জীবিত ফেরত যেতে পারবেন না সালাউদ্দিন। বাবাকেও আর শেষ দেখা দেখতে পারবেন না তার ছেলে মেয়েরা।
এই মুহূর্তে তাকে দেশে পাঠাতে হাসপাতাল বিল, স্পেশাল পাশ, বিমান টিকিটসহ প্রায় ২০ হাজার রিঙ্গিত দরকার যা বাংলাদেশি টাকায় ৬ লক্ষ টাকা। পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা কোনোভাবেই দেয়া সম্ভব না বলে জানিয়েছেন তার পরিবার। তাই প্রবাসীসহ বাংলাদেশ সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার স্বজনরা।
ভাগ্য পরিবর্তন ও পরিবারের সচ্ছলতা ফেরাতে অন্য হাজারো যুবকের মতোই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে ২০২০ সালের দিকে যান সালাউদ্দিন। ভিসা জটিলতা, কাজ শেষে নিয়মিত বেতন না পাওয়া, ধার-দেনার টাকা পরিশোধসহ বিভিন্ন চিন্তায় আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন সালাউদ্দিন।
বর্তমানে শ্বাসকষ্টজনিত রোগে রাজধানী কুয়াললামপুরের অদূরে হসপিটাল তেনংগু আম্পুয়ান রাহিমাতে চিকিৎসাধীন রয়েছে তিনি। সালাউদ্দিনের বৈধ কাগজপত্র না থাকায় চিকিৎসা সেবা নিতে নিয়মিত পড়তে হচ্ছে বিড়ম্বনায়।
সালাউদ্দিনের অসহায়ত্ব দেখে এগিয়ে আসেন ফেনীর মেহেদী হাসান ও মোহাম্মদ আলী। মানবিক দিক বিবেচনা করে তাকে নিজের বাসায় আশ্রয়ও দেন মেহেদী।
সূএ: বাংলাদেশ প্রতিদিন








