ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : টাকার বিনিময়ে কিংবা ভয়ভীতির মুখে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার একটা ভোট অনেক মূল্যবান। আপনার ভোট আপনার, আপনার সন্তানের ও এলাকার ভবিষ্যৎ। কেউ যদি ভোট কিনতে চায়, তাহলে আগামীকাল আপনার হক নেওয়ার বিনিময়ে সে পুষিয়ে নেবে। দুনিয়াতে ফ্রি ফ্রি বলে কিছু নেই।’
বুধবার বিকেলে আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে আয়োজিত নির্বাচনি জনসভায় এ কথা বলেন রুমিন ফারহানা।
তিনি আরও বলেন, ‘আপনারা ভোটের আগের দিন বিকেল থেকে গণনা পর্যন্ত পাহারা দেবেন। আপনাদের ভোট হেফাজতে আছে কি না খেয়াল রাখবেন। কেউ যেন ভোট কারচুপির স্বপ্ন না দেখে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ এলাকার মানুষ তাদেরকে প্রতিহত করবে।’
রুমিন ফারহানা হাঁস প্রতীকে ভোট চেয়ে বলেন, ‘হাঁস সততা ও সাহসের প্রতীক। ৩০০ আসনের এমপির বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলার প্রতীক।’








