ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহের নির্বাচনি জনসভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণের ঢল নেমেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন তারা। ময়মনসিংহ ছাড়াও দলীয় প্রধানের এ জনসভায় জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন।

দুপুর আড়াইটায় নগরীর সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জেলার বাইরে থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন।

এদিকে জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই মাঠের সামনের দিকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। সময়ের সঙ্গে উপস্থিতিও বাড়ছে।

নেতাকর্মীরা জানান, তাদের চেয়ারম্যানকে কাছ থেকে একনজর দেখার জন্য আগেভাগে সকালেই উপস্থিত হয়েছেন।

তারেক রহমানের জনসভায় তিনটি জোনে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। মঞ্চের সামনে থাকবে ৩০ ফিটের রেড জোন। সেখানে বসবেন বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই আন্দোলনে হতাহত এবং তাদের পরিবারের সদস্যরা। এরপর মঞ্চের চারপাশে থাকবে ৫ ফিটের একটি বেরিকেড। এতে থাকবেন জনসভার দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মঞ্চ থেকে ৩৫ ফিট দূরত্বে দুই পাশে দেওয়া হবে ৩ হাজার চেয়ার। এতে মহিলা দল, পেশাজীবীসহ উপজেলা-পৌর বিএনপির সভাপতি, সম্পাদক এবং জেলার অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বসার জন্য রাখা হয়েছে।

এছাড়া জনসভাস্থলের চারপাশে সিএসএফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে ২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জনসভাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও জানা যায়।

প্রায় দুই দশক সময় পর ময়মনসিংহের জনপদে তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। ময়মনসিংহ বিভাগের চার জেলার সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের জনসভায় পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহের জনসভা শেষ করে গাজীপুর ও উত্তরায় আরও দুটি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» যে কারণে গণভোটে জয় জরুরি জানালেন আলী রীয়াজ

» ২০২৫ সালে ৫৪৩ কোটি টাকারও বেশি বিমা দাবি নিষ্পত্তি করল গার্ডিয়ান

» সুশিক্ষা ছাড়া সুনাগরিক গড়ে ওঠে না : ড. মঈন খান

» বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি

» বিএনপি ক্ষমতায় গেলে ইসলামপুর হবে আগামী প্রজন্মে সেরা বাসস্থান- বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু

» সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক নারী মাদককারবারিসহ দুইজন আটক

» তারা অতীতের কোনো কথা রাখেনি, ভবিষ্যতেও রাখবে না : আসিফ মাহমুদ

» কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারী সমাবেশ করবে জামায়াত

» পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

» ১১ ও ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি ঘোষণা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ময়মনসিংহে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহের নির্বাচনি জনসভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণের ঢল নেমেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন তারা। ময়মনসিংহ ছাড়াও দলীয় প্রধানের এ জনসভায় জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন।

দুপুর আড়াইটায় নগরীর সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জেলার বাইরে থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন।

এদিকে জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই মাঠের সামনের দিকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। সময়ের সঙ্গে উপস্থিতিও বাড়ছে।

নেতাকর্মীরা জানান, তাদের চেয়ারম্যানকে কাছ থেকে একনজর দেখার জন্য আগেভাগে সকালেই উপস্থিত হয়েছেন।

তারেক রহমানের জনসভায় তিনটি জোনে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। মঞ্চের সামনে থাকবে ৩০ ফিটের রেড জোন। সেখানে বসবেন বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই আন্দোলনে হতাহত এবং তাদের পরিবারের সদস্যরা। এরপর মঞ্চের চারপাশে থাকবে ৫ ফিটের একটি বেরিকেড। এতে থাকবেন জনসভার দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মঞ্চ থেকে ৩৫ ফিট দূরত্বে দুই পাশে দেওয়া হবে ৩ হাজার চেয়ার। এতে মহিলা দল, পেশাজীবীসহ উপজেলা-পৌর বিএনপির সভাপতি, সম্পাদক এবং জেলার অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বসার জন্য রাখা হয়েছে।

এছাড়া জনসভাস্থলের চারপাশে সিএসএফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে ২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জনসভাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও জানা যায়।

প্রায় দুই দশক সময় পর ময়মনসিংহের জনপদে তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। ময়মনসিংহ বিভাগের চার জেলার সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের জনসভায় পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহের জনসভা শেষ করে গাজীপুর ও উত্তরায় আরও দুটি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com