নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি বলেছেন, পুলিশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর পর্বের মধ্য দিয়ে যাচ্ছে। বাহিনীর সদস্যদের মনোবল বাড়ানো এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ সদর দপ্তরের (পুলিশ হেডকোয়ার্টার্স) ‘হল অব ইন্টেগ্রিটি’-তে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, এই কর্মকর্তারা ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি বাহিনীতে যোগদান করেছেন।

প্রবেশনারদের উদ্দেশে আইজিপি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এই নির্বাচনে পুলিশের পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা জনগণের আস্থার প্রধান ভিত্তি হবে। তিনি মনে করেন, ২৭তম বিসিএস ব্যাচের এই নিয়োগ শুধু চাকরিতে যোগদান নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার প্রতীক।

পুলিশ প্রধান বলেন, ‘ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয়ের ফলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটেছে এবং আপনারা বৈধ অধিকার ফিরে পেয়েছেন। আপনাদের পূর্ববর্তী কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে।’
পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় অপরাধের ধরন ও কৌশল বদলে যাচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, এখন সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গড়ে উঠছে। এ পরিস্থিতিতে কেবল প্রচলিত পদ্ধতিতে পুলিশিং যথেষ্ট নয়; প্রয়োজন প্রযুক্তিগত দক্ষতা, বৈশ্বিক সচেতনতা ও বুদ্ধিনির্ভর নেতৃত্ব। তিনি এএসপি প্রবেশনারদের সততা ও পেশাদারত্বকে ডিজিটাল পরিসরেও সমানভাবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

তিনি সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দেন।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে প্রশিক্ষণরত এএসপি প্রবেশনারদের মধ্যে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬০ জন, ২৮তম ব্যাচের ১ জন এবং ৪৩তম ব্যাচের ৬ জন কর্মকর্তা রয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) মুসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আমরা ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ করবো: তারেক রহমান

» রাজশাহী পৌঁছে শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

» নতুন আলো সাহিত্য পরিষদের গুণীজন সংবর্ধনা সম্মাননায় ভূষিত হলেন কথাসাহিত্যিক সুলেখা আক্তার শান্তা

» নিপাহ ভাইরাস: কী এই রোগ, কেন এটি ভয়ংকর? এশিয়ার বিভিন্ন দেশে সতর্কতা

» শুক্রবার দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

» নিহত জামায়াত নেতা রেজাউল করিমের সুরতহাল সম্পন্ন, মাথা-কপালে-নাকে আঘাতের চিহ্ন

» বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির

» রাজশাহীতে তারেক রহমান, মাদ্রাসা ময়দানের জনসভায় জনস্রোত

» নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমন করবেন মামুনুল হক

» শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি : মাহদী আমিন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি বলেছেন, পুলিশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর পর্বের মধ্য দিয়ে যাচ্ছে। বাহিনীর সদস্যদের মনোবল বাড়ানো এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ সদর দপ্তরের (পুলিশ হেডকোয়ার্টার্স) ‘হল অব ইন্টেগ্রিটি’-তে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, এই কর্মকর্তারা ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি বাহিনীতে যোগদান করেছেন।

প্রবেশনারদের উদ্দেশে আইজিপি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এই নির্বাচনে পুলিশের পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা জনগণের আস্থার প্রধান ভিত্তি হবে। তিনি মনে করেন, ২৭তম বিসিএস ব্যাচের এই নিয়োগ শুধু চাকরিতে যোগদান নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার প্রতীক।

পুলিশ প্রধান বলেন, ‘ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয়ের ফলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটেছে এবং আপনারা বৈধ অধিকার ফিরে পেয়েছেন। আপনাদের পূর্ববর্তী কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে।’
পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় অপরাধের ধরন ও কৌশল বদলে যাচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, এখন সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গড়ে উঠছে। এ পরিস্থিতিতে কেবল প্রচলিত পদ্ধতিতে পুলিশিং যথেষ্ট নয়; প্রয়োজন প্রযুক্তিগত দক্ষতা, বৈশ্বিক সচেতনতা ও বুদ্ধিনির্ভর নেতৃত্ব। তিনি এএসপি প্রবেশনারদের সততা ও পেশাদারত্বকে ডিজিটাল পরিসরেও সমানভাবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

তিনি সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দেন।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে প্রশিক্ষণরত এএসপি প্রবেশনারদের মধ্যে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬০ জন, ২৮তম ব্যাচের ১ জন এবং ৪৩তম ব্যাচের ৬ জন কর্মকর্তা রয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) মুসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com