ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথমবর্ষে বি ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে আসন প্রতি লড়ছেন ৫৫ শিক্ষার্থী। সার্বিক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আজ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ বিশৃঙ্খলা করলে কিংবা অসদুপায় অবলম্বন করলে তাৎক্ষণিক শাস্তির আওতায় আনা হবে।
বি ইউনিটে আবেদনকারী ৩০ হাজার ৮৮৬ জন। এতে সিট আছে ৫৬৪টি। সেই হিসেবে আসন প্রতি লড়ছেন প্রায় ৫৫ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলের নির্ধারিত কেন্দ্র পরীক্ষা চলছে।
এর আগে, গত ১৬ জানুয়ারি সি ইউনিট ও ১৭ জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সি ইউনিটে ফলাফল প্রকাশিত হয়েছে। এ ইউনিটের ফল আজ দুপুরের পর প্রকাশিত হবে বলে জানা গেছে।








