বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ঘিরে চলমান সংকটের মধ্যে এবার লাইভ টিভিতে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

ভারত ও আইসিসির সঙ্গে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে শুক্রবার বিপিএলের একটি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত হয়ে আসিফ নজরুল বলেন, বাংলাদেশ দল যোগ্যতা অর্জন করা সত্ত্বেও এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, যাতে তারা বিশ্বকাপে খেলতে না পারে। মূলত নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে অনিচ্ছা এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবির কারণেই এই সংকট তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গ্যালারিভর্তি দর্শকদের দিকে ইঙ্গিত করে ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে, এই উপস্থিতিই তার বড় প্রমাণ। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য উদ্বেগজনক।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার অধিকার রয়েছে। অথচ সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই কঠিন সময়ে মাঠে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ক্রিকেটারদের মানসিক শক্তি জোগাবে এবং বিশ্ব ক্রিকেট অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে।

তিনি আরও বলেন, ঢাকার গ্যালারিতে দর্শকদের গগনবিদারী উল্লাসই প্রমাণ করে বাংলাদেশে ক্রিকেট কতটা জনপ্রিয়। একইসঙ্গে তিনি জানান, ম্যাচটি উপভোগ করতে সরকারের একাধিক উপদেষ্টা উপস্থিত ছিলেন, যা দেশের ক্রিকেটের প্রতি রাষ্ট্রীয় পর্যায়ের সংহতির প্রতিফলন।

উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্ধারণকে কেন্দ্র করে বাংলাদেশ ও আইসিসির মধ্যকার টানাপোড়েন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ শুরু থেকেই তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আসছে। এমনকি গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারার লক্ষ্যে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাবও দিয়েছিল বাংলাদেশ।

তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, সেই প্রস্তাব আর বাস্তবায়ন সম্ভব নয়। বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল সংস্থাটি। নির্ধারিত সময় পার হওয়ার পর বিসিবি ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশও তাদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেয়, নিরাপত্তার প্রশ্নে ভারতের মাটিতে তারা খেলবে না।

এর ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চূড়ান্ত রূপ নিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি

» জামালপুরে কোরআন শরিফ অবমাননার অভিযোগে যুবক আটক

» রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও শাহ্ধসঢ়;‌জালাল ইসলামী ব্যাংকের চুক্তি

» ‘একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই, সেটাই বাংলাদেশের অস্তিত্ব’

» মঙ্গলবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন তারেক রহমান

» সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

» বিক্ষোভে উস্কানিদাতাদের কোনো ছাড় নয়: ইরান

» টাঙ্গাইলে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪০ হাজার ৯৩ জন

» নির্বাচনে ধর্মীয় অনুভূতির ব্যবহার আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

» রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ঘিরে চলমান সংকটের মধ্যে এবার লাইভ টিভিতে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

ভারত ও আইসিসির সঙ্গে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে শুক্রবার বিপিএলের একটি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত হয়ে আসিফ নজরুল বলেন, বাংলাদেশ দল যোগ্যতা অর্জন করা সত্ত্বেও এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, যাতে তারা বিশ্বকাপে খেলতে না পারে। মূলত নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে অনিচ্ছা এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবির কারণেই এই সংকট তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গ্যালারিভর্তি দর্শকদের দিকে ইঙ্গিত করে ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে, এই উপস্থিতিই তার বড় প্রমাণ। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য উদ্বেগজনক।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার অধিকার রয়েছে। অথচ সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই কঠিন সময়ে মাঠে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ক্রিকেটারদের মানসিক শক্তি জোগাবে এবং বিশ্ব ক্রিকেট অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে।

তিনি আরও বলেন, ঢাকার গ্যালারিতে দর্শকদের গগনবিদারী উল্লাসই প্রমাণ করে বাংলাদেশে ক্রিকেট কতটা জনপ্রিয়। একইসঙ্গে তিনি জানান, ম্যাচটি উপভোগ করতে সরকারের একাধিক উপদেষ্টা উপস্থিত ছিলেন, যা দেশের ক্রিকেটের প্রতি রাষ্ট্রীয় পর্যায়ের সংহতির প্রতিফলন।

উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্ধারণকে কেন্দ্র করে বাংলাদেশ ও আইসিসির মধ্যকার টানাপোড়েন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ শুরু থেকেই তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আসছে। এমনকি গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারার লক্ষ্যে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাবও দিয়েছিল বাংলাদেশ।

তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, সেই প্রস্তাব আর বাস্তবায়ন সম্ভব নয়। বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল সংস্থাটি। নির্ধারিত সময় পার হওয়ার পর বিসিবি ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশও তাদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেয়, নিরাপত্তার প্রশ্নে ভারতের মাটিতে তারা খেলবে না।

এর ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চূড়ান্ত রূপ নিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com