ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিপিএলের ১২তম আসরের ফাইনালে এবার একটা বড় চমক অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই শোনা যাচ্ছিল, এবারের ট্রফি হবে একদম নতুন ডিজাইনের, হীরাখচিত বিশেষ একটা ট্রফি। বিসিবি আগেই জানিয়েছিল, পুরোনো ট্রফির বদলে আনা হচ্ছে নতুনটা। কিন্তু পুরো টুর্নামেন্ট চলাকালীন কোথাও দেখা মেলেনি সেই ট্রফির। ফাইনালের আগের দিন পর্যন্তও গোপন রাখা হয়েছে এটাকে, যেন দর্শকদের জন্য একটা সারপ্রাইজ থাকে।
অবশেষে ফাইনাল ম্যাচের দিনেই উন্মোচন হবে এই হীরাখচিত ট্রফির। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে, বিকেল ৪টা ৪৫ মিনিটে হেলিকপ্টারে করে মাঠে নামবে ট্রফিটি। এই বিশেষ মুহূর্তে ট্রফি নিয়ে মাঠে আসবেন বাংলাদেশের দুই সফল অধিনায়ক। নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন এবং অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আকবর আলি।
সালমা খাতুন ২০১৮ সালে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ নারী দলকে এশিয়া কাপ জিতিয়েছিলেন। আর আকবর আলি ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছেন। তাদের হাত ধরেই এবারের বিপিএল ট্রফি মাঠে প্রবেশ করবে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, এই ট্রফি বানাতে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখ টাকার কাছাকাছি)। দুবাই থেকে আনা হয়েছে এই হীরাখচিত ট্রফি।
উন্মোচনের পর ফাইনালের দুই অধিনায়ক চট্টগ্রাম রয়্যালসের শেখ মেহেদি হাসান এবং রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত মিলে আনুষ্ঠানিকভাবে ট্রফিটি উন্মোচন করবেন। এরপর আধা ঘণ্টা ধরে মাঠে ঘুরে বেড়াবে এই দৃষ্টিনন্দন ট্রফি, যাতে দর্শকরা কাছ থেকে দেখতে পান।
এছাড়া খেলা শুরুর আগে মাঠে আসা দর্শকদের জন্য থাকছে অতিরিক্ত আকর্ষণ মডেল ও অভিনেত্রী তানজিন তিশার নৃত্য পরিবেশন। তারপর টসের ঠিক আগমুহূর্তে ট্রফিটি নির্দিষ্ট জায়গায় রাখা হবে। আর বিকেল ৫টা ৩০ মিনিটে দুই অধিনায়ক টস করে শুরু করবেন ম্যাচের আনুষ্ঠানিকতা।








