ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : খুলনায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে বাগমারা এলাকায় বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।
আটক ব্যক্তিরা হলেন শাকিল আহমেদ (২০) ও এসএম তরিকুল ইসলাম তৌহিদ (২৫)।
সোমবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ৭টায় খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এসময় তাদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা, একটি ম্যাগাজিন এবং ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








