দুই ঘণ্টা ধরে ইসির সামনে সড়কে বসে ‘ঘেরাও কর্মসূচি’ পালন করছে ছাত্রদল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ব্যালট পেপার নিয়ে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে সড়কে দুই ঘণ্টা ধরে বসে ‘ঘেরাও কর্মসূচি’ পালন করছে ছাত্রদল।

রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন। দুপুর দেড়টা পর্যন্ত কর্মসূচি চলছিল।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ইসি কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন।

জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন থানা ইউনিটের নেতাকর্মীরা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রায় সব ইউনিটের প্রতিনিধিরাই সেখানে উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এসময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, অনানুষ্ঠানিকভাবে গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন কমিশন ঘেরাও করার। ব্যালট পেপার ইস্যুসহ একাধিক বিষয় নিয়ে আমাদের আপত্তি রয়েছে। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করাচ্ছে।

তিনি অভিযোগ করেন, ওই গোষ্ঠীর নেতারা নিয়মিতভাবে সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ বিচরণ করছেন, যেখানে তাদের কোনো আনুষ্ঠানিক কাজ নেই।

রাকিব আরও বলেন, আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে এখানে এসেছি। যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয়, তাহলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এদিকে ছাত্রদলের ঘেরাও কর্মসূচির কারণে ইসির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড, অবস্থান করলেও দুপুর ১টার পর সেনাবাহিনীও অবস্থান নিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস প্রধান উপদেষ্টার

» আপিল শুনানিতে কোনও পক্ষপাত করিনি: সিইসি

» তিন দফা দাবি সোমবার আবারও ইসির সামনে ছাত্রদলের অবস্থানের ঘোষণা

» অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

» দেশের ভবিষ্যৎ নির্ধারণে নির্বাচন: আবদুস সালাম

» রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি

» তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» আমরা পরিবর্তনের ভিত্তি স্থাপন করে যাচ্ছি: তথ্য উপদেষ্টা রিজওয়ানা

» তারেক রহমানের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুই ঘণ্টা ধরে ইসির সামনে সড়কে বসে ‘ঘেরাও কর্মসূচি’ পালন করছে ছাত্রদল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ব্যালট পেপার নিয়ে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে সড়কে দুই ঘণ্টা ধরে বসে ‘ঘেরাও কর্মসূচি’ পালন করছে ছাত্রদল।

রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন। দুপুর দেড়টা পর্যন্ত কর্মসূচি চলছিল।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ইসি কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন।

জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন থানা ইউনিটের নেতাকর্মীরা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রায় সব ইউনিটের প্রতিনিধিরাই সেখানে উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এসময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, অনানুষ্ঠানিকভাবে গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন কমিশন ঘেরাও করার। ব্যালট পেপার ইস্যুসহ একাধিক বিষয় নিয়ে আমাদের আপত্তি রয়েছে। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করাচ্ছে।

তিনি অভিযোগ করেন, ওই গোষ্ঠীর নেতারা নিয়মিতভাবে সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ বিচরণ করছেন, যেখানে তাদের কোনো আনুষ্ঠানিক কাজ নেই।

রাকিব আরও বলেন, আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে এখানে এসেছি। যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয়, তাহলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এদিকে ছাত্রদলের ঘেরাও কর্মসূচির কারণে ইসির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড, অবস্থান করলেও দুপুর ১টার পর সেনাবাহিনীও অবস্থান নিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com