মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : হুমকি-ধমকি-ভয় দেখানোর অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। সোমবার সকালে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে মামলা থেকে অব্যাহতির এই আদেশ দেন।

মামলার বিষয়ে মেহজাবীন ও আলিসানের জবাব দাখিলের জন্য আজ সোমবার (১২ জানুয়ারি) দিন ধার্য ছিল। জবাব দাখিলের পর শুনানি শেষে তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার।

এ প্রসঙ্গে আইনজীবী তুহিন হাওলাদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দায়ের করা মামলায় আজকে জবাব দাখিলের দিন ধার্য ছিল। আদালতে আমরা আজ মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর পক্ষে জবাব দাখিল করেছি। মামলায় বাদীর বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। সম্পূর্ণ বক্তব্যই সাজানো এবং মনগড়া।’

তিনি আরও বলেন, ‘বাদী তার ঠিকানা নিয়ে মিথ্যাচার করেছেন। তিনি নিজের ঠিকানায় থানা ‘ফেনী সদর’ আর জেলা ঢাকা দেখিয়েছেন। কিন্তু ঢাকা জেলায় ‘ফেনী সদর’ নামের কোনো থানা নাই। এছাড়া তিনি যে মোবাইল নম্বরটি উল্লেখ করেছেন সেটি ১২ সংখ্যার ভুল মোবাইল নম্বর, যেটি অকার্যকর। একইসঙ্গে বাদী তার আর্জিতে বিবাদির ঠিকানা উল্লেখ করেছেন সেটিও অস্পষ্ট। মামলায় একজন স্বাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে, যার কোনো পূর্ণাঙ্গ ঠিকানা নেই। এরকম পুরো আর্জিটা অসম্পূর্ণ, মনগড়া ও ভিত্তিহীন অভিযোগে তৈরি করা হয়েছে। আর বাদী যে হুমকি-ধমকির কথা বলেছেন- এর জবাবে আমরা আদালতকে বলেছি, বাদীকে মেহজাবীন চৌধুরী চিনেন না, কোনো দিন দেখাও হয়নি এবং তার সাথে কোনো পরিচয়ও নাই। অতএব হুমকি-ধমকির প্রশ্নই উঠে না।’

‘এছাড়া শুনানিতে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বাদী, যৌক্তিক কোনো বক্তব্যও আদালতে উপস্থাপন করতে পারেননি। পরে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। মামলার দায় থেকে তারা দু’জনই এখন মুক্ত’ বলেও জানান আইনজীবী তুহিন হাওলাদার।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ফাইনালে হারের পর বির্তকিত কাণ্ডে সমালোচনার মুখে এমবাপে

» নির্বাচিত সরকারের ওপর শ্রমিক ইশতেহারের দায়িত্ব বর্তাবে : নজরুল ইসলাম

» ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ১২ মামলা

» শাপলা চত্বরে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে শাহরিয়ার কবির

» নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজন: আলী রিয়াজ

» পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

» দু-একদিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা: জামায়াত আমির

» পঞ্চগড়ে গণভোট সম্পর্কে গ্রামপুলিশের সঙ্গে মতবিনিময় সভা

» মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : হুমকি-ধমকি-ভয় দেখানোর অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। সোমবার সকালে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে মামলা থেকে অব্যাহতির এই আদেশ দেন।

মামলার বিষয়ে মেহজাবীন ও আলিসানের জবাব দাখিলের জন্য আজ সোমবার (১২ জানুয়ারি) দিন ধার্য ছিল। জবাব দাখিলের পর শুনানি শেষে তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার।

এ প্রসঙ্গে আইনজীবী তুহিন হাওলাদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দায়ের করা মামলায় আজকে জবাব দাখিলের দিন ধার্য ছিল। আদালতে আমরা আজ মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর পক্ষে জবাব দাখিল করেছি। মামলায় বাদীর বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। সম্পূর্ণ বক্তব্যই সাজানো এবং মনগড়া।’

তিনি আরও বলেন, ‘বাদী তার ঠিকানা নিয়ে মিথ্যাচার করেছেন। তিনি নিজের ঠিকানায় থানা ‘ফেনী সদর’ আর জেলা ঢাকা দেখিয়েছেন। কিন্তু ঢাকা জেলায় ‘ফেনী সদর’ নামের কোনো থানা নাই। এছাড়া তিনি যে মোবাইল নম্বরটি উল্লেখ করেছেন সেটি ১২ সংখ্যার ভুল মোবাইল নম্বর, যেটি অকার্যকর। একইসঙ্গে বাদী তার আর্জিতে বিবাদির ঠিকানা উল্লেখ করেছেন সেটিও অস্পষ্ট। মামলায় একজন স্বাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে, যার কোনো পূর্ণাঙ্গ ঠিকানা নেই। এরকম পুরো আর্জিটা অসম্পূর্ণ, মনগড়া ও ভিত্তিহীন অভিযোগে তৈরি করা হয়েছে। আর বাদী যে হুমকি-ধমকির কথা বলেছেন- এর জবাবে আমরা আদালতকে বলেছি, বাদীকে মেহজাবীন চৌধুরী চিনেন না, কোনো দিন দেখাও হয়নি এবং তার সাথে কোনো পরিচয়ও নাই। অতএব হুমকি-ধমকির প্রশ্নই উঠে না।’

‘এছাড়া শুনানিতে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বাদী, যৌক্তিক কোনো বক্তব্যও আদালতে উপস্থাপন করতে পারেননি। পরে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। মামলার দায় থেকে তারা দু’জনই এখন মুক্ত’ বলেও জানান আইনজীবী তুহিন হাওলাদার।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com