ফাইল ছবি
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে ৩০ ক্যান বিয়ারসহ দুইজনকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মির্জাগঞ্জ থানার মুনারখালী গ্রামের মৃত লাল মিয়া মৃধার ছেলে মো. সাইফুল ইসলাম মৃধা এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া গ্রামের কামাল হোসেন মাদবরের ছেলে মো. সিয়াম হোসেন মাদবর। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. সাইফুল ইসলাম ও মো. সিয়াম হোসেন মাদবরকে ৩০ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত বিয়ার ক্যানগুলোর গায়ে ইংরেজিতে “Royal Dutch Alc. 16% Vol” লেখা ছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।








