ইরানে কীভাবে হামলা হবে, ট্রাম্পকে ছক জানালো মার্কিন বাহিনী

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। এরই মধ্যে দেশটির প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, শুক্রবার পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা ৬৫ জনে দাঁড়িয়েছে। তবে স্থানীয় একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রশাসনের দমন-পীড়নে শুধুমাত্র রাজধানী তেহরানেই মৃতের সংখ্যা দুই শতাধিক।

এদিকে, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের দাবি, ইতোমধ্যে মার্কিন বাহিনী ইরানে হামলার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। চলছে আলোচনা। হামলা করা হলে কোন কোন ঘাঁটিকে নিশানা করা হবে, তা-ও চিহ্নিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সরকারি সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে।

ইরানের পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে। গত দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে সেখানে বিক্ষোভ চলছে। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিরুদ্ধে পথে নেমেছেন বহু মানুষ। ইরানের প্রশাসন কঠোরভাবে বিক্ষোভ দমনের বার্তা দিয়েছে।

অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মোভাহেদি আজাদ শনিবারই জানিয়ে দেন, বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে দেখা হবে। এর জন্য ইরানে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ইতোমধ্যে প্রশাসনের গুলিতে ইরানে বহু প্রতিবাদীর মৃত্যুর খবরও মিলেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘‘ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে। হয়তো এর আগে কখনও এমনভাবে তাকায়নি। যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করার জন্য প্রস্তুত।”

রিপোর্টে দাবি করা হয়, ট্রাম্পের হুঁশিয়ারির পর যদি অতর্কিতে ইরানে হামলা চালানোর প্রয়োজন পড়ে, তবে কীভাবে কোন পথে অভিযান চলবে, তা নিয়ে প্রাথমিকভাবে হোয়াইট হাউসে আলোচনা হয়েছে। কোন কোন জায়গাকে নিশানা করা হবে, তা-ও চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে আকাশপথে বড় হামলার পরিকল্পনা রয়েছে মার্কিন বাহিনীর। সেক্ষেত্রে ইরানের সেনাঘাঁটিগুলিকে নিশানা করা হবে।

তবে আর এক কর্মকর্তা জানান, হামলার ধরন সম্পর্কে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অস্ত্রশস্ত্রও প্রস্তুত করা হয়নি। শুধু আলোচনা হয়েছে। একাংশের দাবি, এগুলো সাধারণ পরিকল্পনার অন্তর্গত। এই মুহূর্তে ইরানে হামলা হচ্ছে না। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নালনিউ ইয়র্ক টাইমসগ্লোবাল টাইমস

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ২০১৭ সালে মির্জা ফখরুলের ওপর হামলা : দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ

» ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠাতেই এবারের নির্বাচন: হাসনাত

» গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

» জামায়াত আমিরের সঙ্গে সাবেক মার্কিন স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

» বিপিএল ছেলের বিধ্বংসী ব্যাটিং নন-স্ট্রাইকে দাঁড়িয়ে দেখলেন নবী

» বিএফডিসি পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

» রুল খারিজ, সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে নয়

» শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

» গণভোটের মার্কা টিকচিহ্ন : আলী রীয়াজ

» গণভোটে সরকারের প্রচারণা চালানোর ক্ষেত্রে আইনগত বাধা নেই

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরানে কীভাবে হামলা হবে, ট্রাম্পকে ছক জানালো মার্কিন বাহিনী

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। এরই মধ্যে দেশটির প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, শুক্রবার পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা ৬৫ জনে দাঁড়িয়েছে। তবে স্থানীয় একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রশাসনের দমন-পীড়নে শুধুমাত্র রাজধানী তেহরানেই মৃতের সংখ্যা দুই শতাধিক।

এদিকে, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের দাবি, ইতোমধ্যে মার্কিন বাহিনী ইরানে হামলার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। চলছে আলোচনা। হামলা করা হলে কোন কোন ঘাঁটিকে নিশানা করা হবে, তা-ও চিহ্নিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সরকারি সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে।

ইরানের পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে। গত দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে সেখানে বিক্ষোভ চলছে। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিরুদ্ধে পথে নেমেছেন বহু মানুষ। ইরানের প্রশাসন কঠোরভাবে বিক্ষোভ দমনের বার্তা দিয়েছে।

অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মোভাহেদি আজাদ শনিবারই জানিয়ে দেন, বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে দেখা হবে। এর জন্য ইরানে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ইতোমধ্যে প্রশাসনের গুলিতে ইরানে বহু প্রতিবাদীর মৃত্যুর খবরও মিলেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘‘ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে। হয়তো এর আগে কখনও এমনভাবে তাকায়নি। যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করার জন্য প্রস্তুত।”

রিপোর্টে দাবি করা হয়, ট্রাম্পের হুঁশিয়ারির পর যদি অতর্কিতে ইরানে হামলা চালানোর প্রয়োজন পড়ে, তবে কীভাবে কোন পথে অভিযান চলবে, তা নিয়ে প্রাথমিকভাবে হোয়াইট হাউসে আলোচনা হয়েছে। কোন কোন জায়গাকে নিশানা করা হবে, তা-ও চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে আকাশপথে বড় হামলার পরিকল্পনা রয়েছে মার্কিন বাহিনীর। সেক্ষেত্রে ইরানের সেনাঘাঁটিগুলিকে নিশানা করা হবে।

তবে আর এক কর্মকর্তা জানান, হামলার ধরন সম্পর্কে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অস্ত্রশস্ত্রও প্রস্তুত করা হয়নি। শুধু আলোচনা হয়েছে। একাংশের দাবি, এগুলো সাধারণ পরিকল্পনার অন্তর্গত। এই মুহূর্তে ইরানে হামলা হচ্ছে না। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নালনিউ ইয়র্ক টাইমসগ্লোবাল টাইমস

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com