ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় বন্দরের আমিরাবাদ এলাকায় একটি বালুর মাঠের ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামুন মিয়া বলেন, ‘তাওহীদ বেকার থাকায় এলাকার মাদকাসক্ত যুবকদের সঙ্গে মিশে মাদক সেবনে জড়িয়ে পড়েছিল। বিভিন্ন সময় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারামারিও হয়।’
তিনি অভিযোগ করেন, ‘গত দুইদিন আগে মুদি দোকানদার মোহাম্মদের সঙ্গে বকেয়া টাকা নিয়ে তাওহীদের ঝগড়া হয়েছিল। ঝগড়ার পর মোহাম্মদ নিহতের বাবাকে মোবাইলে হত্যার হুমকিও দেয়। দোকানদার মোহাম্মদ ও তার ভাই এ হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।’
বন্দর থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’








