জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত প্রার্থীদের জয়

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দুই যুগ পরে বহুল কাঙ্ক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচন অনুষ্ঠিত হবার ৩৬ ঘণ্টা পর ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। ঘোষিত ফলাফলে জবি ছাত্র শিবিরের প্রার্থীদের জয়জয়কার হয়েছে।

বুধবার রাত ১টায় কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের মধ্যে ৩৮টির কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করেন জকসু’র প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান। হল শিক্ষার্থী সংসদের ফলাফল ঘোষণা করেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক।

ঘোষিত ফলাফলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জকসু’র প্রথম নির্বাচনে শীর্ষ তিন পদে ভিপি, জিএস ও এজিএস পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। এছাড়া বাকি ১৮ পদের মধ্যে বেশিরভাগ পদেই শিবির সমর্থিত প্রার্থীদের জয়জয়কার।

এদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী ও শিবির সমর্থিত প্রার্থীর মধ্যে হয়েছে দিনব্যাপী ভোটের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াই।

এর আগে দিনভর ৩৮ কেন্দ্রের ফলাফলে কখনো এগিয়ে ছিলেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, আবার কখনো ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী একেএম রাকিব।

বুধবার দিবাগত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সর্বশেষ ঘোষিত ফলাফলে শেষ খবর পাওয়া পর্যন্ত ভিপি পদে ৫ হাজার ৫৫৮ ভোট নিয়ে জয়লাভ করেছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম। ৪ হাজার ৬৮৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব। ভিপি পদে তাদের দু’জনের ভোটের পার্থক্য ৮৭০টি।

এছাড়াও জিএস পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলীম আরিফ। তিনি ৫ হাজার ৪৭৫ ভোট পেয়েছেন। ২ হাজার ২২৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৩ হাজার ২৫২টি।

এজিএস পদে ৫ হাজার ২০ ভোট পেয়ে জয়লাভ করেছেন ছাত্রশিবির প্যানেলের মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল ৪ হাজার ২২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তাদের দু’জনের মধ্যে ভোটের ব্যবধান ৯৯৮ টি।

এছাড়া ১১টি সম্পাদকীয় পদের মধ্যে ৩টি ছাত্রদল ও বাকি ৮ টি পদে শিবির জয়লাভ করেছেন। একইসাথে ৭ জন সদস্যদের মধ্যে ২ টি ছাত্রদল, ৪ টি শিবির ও ১টি তে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

এরমধ্যে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নূরনবী ৫৪০০ ভোট (শিবির), শিক্ষা ও গবেষণা পদে ইব্রাহিম খলিল ৫৫২৪ ভোট (শিবির), বিজ্ঞান ও প্রযুক্তি পদে মোছা. সুখীমন খাতুন ৪৪৮৬ ভোট (শিবির), স্বাস্থ্য ও পরিবেশ পদে নূর মোহাম্মদ ৪৪৭০ ভোট (শিবির), আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে হাবিব মো. ফারুক আজম ৪৬৫৪ ভোট (শিবির), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশীন নওয়ার জয়া ৪৫০১ ভোট (শিবির), সাহিত্য ও সংস্কৃতি পদে মো. তাকরিম আহমেদ ৫৩৮৫ ভোট (ছাত্রদল), ক্রীড়া সম্পাদক পদে মো. জর্জিস আনওয়ার ৩৯৬৩ ভোট (শিবির), পরিবহন সম্পাদক পদে মো. মাহিদ হোসেন ৪০২৩ ভোট (শিবির), সমাজসেবা ও শিক্ষার্থী বিষয়ক সম্পাদক পদে  মুস্তাফিজুর রহমান ৩৪৮৬ ভোট (শিবির), পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব ৪৬৯৮ ভোট (ছাত্রদল) পেয়ে বিজয় লাভ করেছেন।

এছাড়া ৭ জন সদস্যের মধ্যে পদে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন (শিবিরের) প্রার্থী ফাতেমা আক্তার অওরিন (৩৮৫১), দ্বিতীয় হয়েছেন (স্বতন্ত্র) প্রার্থী মো. আকিব হাসান (৩৫৮৮), তৃতীয় হয়েছেন (শিবিরের) প্রার্থী শান্তা আক্তার (৩৫৫৪), চতুর্থ হয়েছেন (ছাত্রদলের) প্রার্থী মো. সাদমান সাম্য (৩৩০৭), পঞ্চম হয়েছেন (শিবিরের) প্রার্থী জাহিদ হাসান (৩১২৪), ষষ্ঠ হয়েছেন (শিবিরের) প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক (২৯১৭) এবং সপ্তম হয়েছেন ছাত্রদলের) প্রার্থী ইমরান হাসান ইমন (২৬৩৬) ভোট পেয়ে।

এদিকে একমাত্র ছাত্রী হল ‘নবাব ফয়জুন্নেসা চৌধুরানী’ হল সংসদের শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত প্যানেলের জয়লাভ করেছেন। হল শিক্ষার্থী সংসদে ১৩ পদের মধ্যে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলে ভিপি হয়েছেন জান্নাতুল উম্মি তারিন, জিএস হয়েছেন সুমাইয়া তাবাসসুম ও এজিএস পদে নির্বাচিত রেদওয়ানা খাওলা। বাকি ১০ পদের ফলাফল জানা যায়নি।

এদিকে সংগীত বিভাগে ঘটেছে বিরল ঘটনা। ওই কেন্দ্রে জিএস ও এজিএস পদে শিবিরের প্রার্থীরা কোনো ভোটই পায়নি। এছাড়া বিভাগটির চূড়ান্ত ফলাফলে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১২৫ ভোট, অন্যদিকে বিভাগটিতে শিবিরের সভাপতি ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ ভোট।

অন্যদিকে জিএস পদে ছাত্রদলের খাদিজাতুল কুবরা ভোট পেয়েছেন ৪৮টি। এছাড়াও এজিএস পদে তানজিল পেয়েছে ১০৮ টি ভোট পেয়েছে। এর আগে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৪টার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নেওয়া হয়।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে গণনার তথ্যের মধ্যে গরমিল ধরা পড়ায় দীর্ঘ সময় গণনা কার্যক্রম বন্ধ রাখতে হয়। প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর গভীর রাতে আবার গণনা শুরু হয়। প্রথম চার বিভাগের ফল প্রকাশ করতে করতেই সকাল হয়ে যায়।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হলেও আজ বুধবার রাত ১২টা পর্যন্ত ৩৯টি কেন্দ্রের ভোট গণনা শেষ করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, দুই দশকের বেশি সময় পর এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হলো। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ হল সংসদের নির্বাচনও হয়।

জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আনুমানিক ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে আগেই জানিয়েছিলেন নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান। এছাড়া হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২৪২ ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

উল্লেখ্য, দুই দশকের বেশি সময় পর এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হলো। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ হল সংসদের নির্বাচনও হয়।

জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আনুমানিক ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে আগেই জানিয়েছিলেন নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান। এছাড়া হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২৪২ ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দৃষ্টিসীমা কমতে পারে নদী অববাহিকায়, নৌযানকে সাবধানে চলার নির্দেশ

» সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

» আজ শুক্রবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই গণভোট: আলী রীয়াজ

» জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

» বর্তমান বাংলাদেশে কোন রাজাকার নেই: জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান

» অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মোসাব্বির হত্যা: মির্জা ফখরুল

» গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

» ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

» এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত প্রার্থীদের জয়

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দুই যুগ পরে বহুল কাঙ্ক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচন অনুষ্ঠিত হবার ৩৬ ঘণ্টা পর ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। ঘোষিত ফলাফলে জবি ছাত্র শিবিরের প্রার্থীদের জয়জয়কার হয়েছে।

বুধবার রাত ১টায় কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের মধ্যে ৩৮টির কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করেন জকসু’র প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান। হল শিক্ষার্থী সংসদের ফলাফল ঘোষণা করেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক।

ঘোষিত ফলাফলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জকসু’র প্রথম নির্বাচনে শীর্ষ তিন পদে ভিপি, জিএস ও এজিএস পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। এছাড়া বাকি ১৮ পদের মধ্যে বেশিরভাগ পদেই শিবির সমর্থিত প্রার্থীদের জয়জয়কার।

এদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী ও শিবির সমর্থিত প্রার্থীর মধ্যে হয়েছে দিনব্যাপী ভোটের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াই।

এর আগে দিনভর ৩৮ কেন্দ্রের ফলাফলে কখনো এগিয়ে ছিলেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, আবার কখনো ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী একেএম রাকিব।

বুধবার দিবাগত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সর্বশেষ ঘোষিত ফলাফলে শেষ খবর পাওয়া পর্যন্ত ভিপি পদে ৫ হাজার ৫৫৮ ভোট নিয়ে জয়লাভ করেছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম। ৪ হাজার ৬৮৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব। ভিপি পদে তাদের দু’জনের ভোটের পার্থক্য ৮৭০টি।

এছাড়াও জিএস পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলীম আরিফ। তিনি ৫ হাজার ৪৭৫ ভোট পেয়েছেন। ২ হাজার ২২৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৩ হাজার ২৫২টি।

এজিএস পদে ৫ হাজার ২০ ভোট পেয়ে জয়লাভ করেছেন ছাত্রশিবির প্যানেলের মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল ৪ হাজার ২২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তাদের দু’জনের মধ্যে ভোটের ব্যবধান ৯৯৮ টি।

এছাড়া ১১টি সম্পাদকীয় পদের মধ্যে ৩টি ছাত্রদল ও বাকি ৮ টি পদে শিবির জয়লাভ করেছেন। একইসাথে ৭ জন সদস্যদের মধ্যে ২ টি ছাত্রদল, ৪ টি শিবির ও ১টি তে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

এরমধ্যে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নূরনবী ৫৪০০ ভোট (শিবির), শিক্ষা ও গবেষণা পদে ইব্রাহিম খলিল ৫৫২৪ ভোট (শিবির), বিজ্ঞান ও প্রযুক্তি পদে মোছা. সুখীমন খাতুন ৪৪৮৬ ভোট (শিবির), স্বাস্থ্য ও পরিবেশ পদে নূর মোহাম্মদ ৪৪৭০ ভোট (শিবির), আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে হাবিব মো. ফারুক আজম ৪৬৫৪ ভোট (শিবির), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশীন নওয়ার জয়া ৪৫০১ ভোট (শিবির), সাহিত্য ও সংস্কৃতি পদে মো. তাকরিম আহমেদ ৫৩৮৫ ভোট (ছাত্রদল), ক্রীড়া সম্পাদক পদে মো. জর্জিস আনওয়ার ৩৯৬৩ ভোট (শিবির), পরিবহন সম্পাদক পদে মো. মাহিদ হোসেন ৪০২৩ ভোট (শিবির), সমাজসেবা ও শিক্ষার্থী বিষয়ক সম্পাদক পদে  মুস্তাফিজুর রহমান ৩৪৮৬ ভোট (শিবির), পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব ৪৬৯৮ ভোট (ছাত্রদল) পেয়ে বিজয় লাভ করেছেন।

এছাড়া ৭ জন সদস্যের মধ্যে পদে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন (শিবিরের) প্রার্থী ফাতেমা আক্তার অওরিন (৩৮৫১), দ্বিতীয় হয়েছেন (স্বতন্ত্র) প্রার্থী মো. আকিব হাসান (৩৫৮৮), তৃতীয় হয়েছেন (শিবিরের) প্রার্থী শান্তা আক্তার (৩৫৫৪), চতুর্থ হয়েছেন (ছাত্রদলের) প্রার্থী মো. সাদমান সাম্য (৩৩০৭), পঞ্চম হয়েছেন (শিবিরের) প্রার্থী জাহিদ হাসান (৩১২৪), ষষ্ঠ হয়েছেন (শিবিরের) প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক (২৯১৭) এবং সপ্তম হয়েছেন ছাত্রদলের) প্রার্থী ইমরান হাসান ইমন (২৬৩৬) ভোট পেয়ে।

এদিকে একমাত্র ছাত্রী হল ‘নবাব ফয়জুন্নেসা চৌধুরানী’ হল সংসদের শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত প্যানেলের জয়লাভ করেছেন। হল শিক্ষার্থী সংসদে ১৩ পদের মধ্যে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলে ভিপি হয়েছেন জান্নাতুল উম্মি তারিন, জিএস হয়েছেন সুমাইয়া তাবাসসুম ও এজিএস পদে নির্বাচিত রেদওয়ানা খাওলা। বাকি ১০ পদের ফলাফল জানা যায়নি।

এদিকে সংগীত বিভাগে ঘটেছে বিরল ঘটনা। ওই কেন্দ্রে জিএস ও এজিএস পদে শিবিরের প্রার্থীরা কোনো ভোটই পায়নি। এছাড়া বিভাগটির চূড়ান্ত ফলাফলে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১২৫ ভোট, অন্যদিকে বিভাগটিতে শিবিরের সভাপতি ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ ভোট।

অন্যদিকে জিএস পদে ছাত্রদলের খাদিজাতুল কুবরা ভোট পেয়েছেন ৪৮টি। এছাড়াও এজিএস পদে তানজিল পেয়েছে ১০৮ টি ভোট পেয়েছে। এর আগে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৪টার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নেওয়া হয়।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে গণনার তথ্যের মধ্যে গরমিল ধরা পড়ায় দীর্ঘ সময় গণনা কার্যক্রম বন্ধ রাখতে হয়। প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর গভীর রাতে আবার গণনা শুরু হয়। প্রথম চার বিভাগের ফল প্রকাশ করতে করতেই সকাল হয়ে যায়।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হলেও আজ বুধবার রাত ১২টা পর্যন্ত ৩৯টি কেন্দ্রের ভোট গণনা শেষ করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, দুই দশকের বেশি সময় পর এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হলো। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ হল সংসদের নির্বাচনও হয়।

জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আনুমানিক ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে আগেই জানিয়েছিলেন নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান। এছাড়া হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২৪২ ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

উল্লেখ্য, দুই দশকের বেশি সময় পর এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হলো। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ হল সংসদের নির্বাচনও হয়।

জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আনুমানিক ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে আগেই জানিয়েছিলেন নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান। এছাড়া হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২৪২ ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com