চালকবিহীন ট্যাক্সির যুগে প্রবেশ করছে দুবাই

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দুবাইয়ের রাজপথে চালকহীন ট্যাক্সির রাজত্ব শুরুর অপেক্ষা। স্মার্ট সিটি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পরিবহণ ব্যবস্থায় বিশ্বকে নেতৃত্ব দিতে চায় আরব আমিরাত।

সম্প্রতি দুবাইয়ে উদ্বোধন করা হয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট বাইদু অ্যাপোলো গো’র স্বয়ংক্রিয় যান চলাচল নিয়ন্ত্রণ ও অপারেশন সেন্টার। চীনের বাইরে এটিই বাইদুর প্রথম এ ধরনের বিশাল কোনো স্থাপনা। যা দুবাই সায়েন্স পার্কে দুই হাজার বর্গমিটার এলাকা জুড়ে স্থাপন করা হয়েছে। দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) মহাপরিচালক মাতার আল তায়ের এবং বাইদুর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই কেন্দ্রের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

এই নতুন কেন্দ্রটি মূলত চালকহীন যানের একটি সমন্বিত হাব হিসেবে কাজ করবে। এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে গাড়িগুলোর চলাচল পর্যবেক্ষণ, সিমুলেশন, রক্ষণাবেক্ষণ এবং সফটওয়্যার আপডেটের মতো সব গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হবে।

এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, আরটিএ প্রথমবারের মতো বাইদুকে কোনো মানুষের সহায়তা ছাড়াই অর্থাৎ কোনো নিরাপত্তা চালক ছাড়াই জনবহুল রাস্তায় গাড়ি চালানোর অনুমতি বা পারমিট প্রদান করেছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিক থেকেই দুবাইয়ের রাস্তায় বাণিজ্যিকভাবে এই চালকহীন ট্যাক্সি সেবা চালু হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে অল্প সংখ্যক গাড়ি দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে এই বহরে যানের সংখ্যা এক হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

দুবাইয়ের কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ কেবল প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং শহরের ট্রাফিক জ্যাম কমানো, কার্বন নিঃসরণ হ্রাস এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে জীবনযাত্রার মান উন্নত করতে বড় ভূমিকা রাখবে। বাইদু অ্যাপোলো গো ইতিমধ্যে বিশ্বজুড়ে কয়েক কোটি কিলোমিটার স্বয়ংক্রিয় ড্রাইভিং সম্পন্ন করেছে এবং তাদের এই দীর্ঘ অভিজ্ঞতা দুবাইয়ের স্মার্ট ট্রান্সপোর্ট অবকাঠামোকে আরও শক্তিশালী করবে। দুবাইকে ভবিষ্যতের একটি গ্লোবাল ল্যাবরেটরি হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য আমিরাত সরকার নিয়েছে, এই প্রকল্পটিকে তারই একটি সফল বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে। সূত্র: গালফ নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই গণভোট: আলী রীয়াজ

» জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

» বর্তমান বাংলাদেশে কোন রাজাকার নেই: জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান

» অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মোসাব্বির হত্যা: মির্জা ফখরুল

» গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

» ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

» এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

» জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব: আসিফ নজরুল

» সুপ্রিম কোর্টসহ গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

» আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে ১০ বছর: তামিম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চালকবিহীন ট্যাক্সির যুগে প্রবেশ করছে দুবাই

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দুবাইয়ের রাজপথে চালকহীন ট্যাক্সির রাজত্ব শুরুর অপেক্ষা। স্মার্ট সিটি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পরিবহণ ব্যবস্থায় বিশ্বকে নেতৃত্ব দিতে চায় আরব আমিরাত।

সম্প্রতি দুবাইয়ে উদ্বোধন করা হয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট বাইদু অ্যাপোলো গো’র স্বয়ংক্রিয় যান চলাচল নিয়ন্ত্রণ ও অপারেশন সেন্টার। চীনের বাইরে এটিই বাইদুর প্রথম এ ধরনের বিশাল কোনো স্থাপনা। যা দুবাই সায়েন্স পার্কে দুই হাজার বর্গমিটার এলাকা জুড়ে স্থাপন করা হয়েছে। দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) মহাপরিচালক মাতার আল তায়ের এবং বাইদুর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই কেন্দ্রের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

এই নতুন কেন্দ্রটি মূলত চালকহীন যানের একটি সমন্বিত হাব হিসেবে কাজ করবে। এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে গাড়িগুলোর চলাচল পর্যবেক্ষণ, সিমুলেশন, রক্ষণাবেক্ষণ এবং সফটওয়্যার আপডেটের মতো সব গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হবে।

এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, আরটিএ প্রথমবারের মতো বাইদুকে কোনো মানুষের সহায়তা ছাড়াই অর্থাৎ কোনো নিরাপত্তা চালক ছাড়াই জনবহুল রাস্তায় গাড়ি চালানোর অনুমতি বা পারমিট প্রদান করেছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিক থেকেই দুবাইয়ের রাস্তায় বাণিজ্যিকভাবে এই চালকহীন ট্যাক্সি সেবা চালু হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে অল্প সংখ্যক গাড়ি দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে এই বহরে যানের সংখ্যা এক হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

দুবাইয়ের কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ কেবল প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং শহরের ট্রাফিক জ্যাম কমানো, কার্বন নিঃসরণ হ্রাস এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে জীবনযাত্রার মান উন্নত করতে বড় ভূমিকা রাখবে। বাইদু অ্যাপোলো গো ইতিমধ্যে বিশ্বজুড়ে কয়েক কোটি কিলোমিটার স্বয়ংক্রিয় ড্রাইভিং সম্পন্ন করেছে এবং তাদের এই দীর্ঘ অভিজ্ঞতা দুবাইয়ের স্মার্ট ট্রান্সপোর্ট অবকাঠামোকে আরও শক্তিশালী করবে। দুবাইকে ভবিষ্যতের একটি গ্লোবাল ল্যাবরেটরি হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য আমিরাত সরকার নিয়েছে, এই প্রকল্পটিকে তারই একটি সফল বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে। সূত্র: গালফ নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com