সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কাতার। দেশটি সব পক্ষকে সংযম ধারণ করে সংলাপে বসার আহ্বান জানিয়ে, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে।
গতকাল মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ড. মাযেদ আল‑আনসারি জানান, দোহা আগেও ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার ক্ষেত্রে সফল ভূমিকা পালন করেছে। এই ধরনের প্রচেষ্টার পথ উভয় দেশের সরকারের জন্য খোলা রয়েছে। কোনো পক্ষ চাইলে তারা আবারও এই পথ বেছে নিতে পারে।
ড. আল‑আনসারি মনে করিয়ে দেন, গত এপ্রিল মাসে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কাতারে সফর করেছিলেন। যান ওই সফরে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল‑থানির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। সেই সময় থেকেই কাতার ও ভেনেজুয়েলার মধ্যে কার্যকর যোগাযোগ চালু রয়েছে।
এ সময় ড. আল-আনসারী জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন, বিশেষ করে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির প্রয়োজনীয়তা সমুন্নত রাখার প্রতি দোহার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সেখানে যা ঘটছে তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। বিষয়টি শুধু ভেনেজুয়েলার সঙ্গে নয়, এটি সমগ্র অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গেও সম্পৃক্ত।’
কাতার ২০২৩ সালে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের আমলে আলোচনার মাধ্যমে মার্কিন ও ভেনেজুয়েলার মধ্যে জেলবন্দী বিনিময় চুক্তি সফলভাবে সম্পন্ন করেছিল। যার মাধ্যমে ১০ আমেরিকান বন্দীকে মুক্তির বিনিময়ে ভেনেজুয়েলার এক বন্দীকে মুক্তি দেওয়া হয়। সেই সময় এই পদক্ষেপ ভেনেজুয়েলা–মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের বিরোধ নিরসনে জরুরি ছিল।
এছাড়া আঞ্চলিক ও বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বিরোধ-নিষ্পত্তিতে কাতার গত এক দশক ধরে কাজ করে আসছে।
সূত্র: ইউরো নিউজ, গাল্ফ টাইমস








