সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেছেন, আমি কলম্বিয়াতেই আছি। ট্রাম্প চাইলে আমাকে এসে নিয়ে যেতে পারেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে জানান, মার্কিন সামরিক পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ।
এই দুই নেতার মধ্যে চলমান বাগযুদ্ধ নজিরবিহীন উত্তেজনায় রূপ নিয়েছে। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের জন্য চালানো মার্কিন অভিযানকে ট্রাম্প ‘সফল’ বলে অভিহিত করার পর এই বিবাদ চরমে পৌঁছায়।
ট্রাম্পের হুমকির জবাবে পেত্রো সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি স্পষ্ট করে বলেন, পর্যাপ্ত গোয়েন্দা তথ্য ছাড়া কোনো আক্রমণ চালালে অসংখ্য শিশুর মৃত্যু হতে পারে। এর ফলে দেশজুড়ে হাজার হাজার গেরিলা যোদ্ধা আবারও সক্রিয় হয়ে উঠবে।
পেত্রোর দাবি, কলম্বিয়ার যে জনতা তাকে শ্রদ্ধা করে, তাদের প্রিয় প্রেসিডেন্টকে গ্রেফতারের চেষ্টা করা হলে তারা গর্জন নিয়ে ঝাঁপিয়ে পড়বে।
এদিকে হোয়াইট হাউস থেকে কলম্বিয়াকে লক্ষ্য করে কড়া বার্তা দেওয়া হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, কলম্বিয়া বর্তমানে একজন ‘অসুস্থ’ মানুষের শাসনে আছে।যিনি মাদক উৎপাদন ও যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহায়তা করছেন। কলম্বিয়ায় কোনো অভিযান চালানো হবে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, বিষয়টি তার কাছে সঠিক মনে হচ্ছে।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, মনরো ডকট্রিনের আওতায় পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা এবং মাদক পাচার বন্ধ করতে প্রশাসন বদ্ধপরিকর। এর আগে পেত্রো এবং তার পরিবারের সদস্যদের ওপর মাদক পাচারের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। তবে পেত্রো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছেন, তার নির্দেশেই কলম্বিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মাদক চালান আটক করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








