সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ ৬ জানুয়ারি, বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যানপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দল জয়পুরহাট শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বকুল, জয়পুরহাট জজ কোর্টের পিপি শাহনুর রহমান শাহিন, জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দল জেলা শাখার আহবায়ক হাসান আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ, যুগ্ম আহবায়ক নেওয়াজ মোরশেদ নোমান ও মাহবুবুল আলম উকিলসহ সংগঠনের নেতৃবৃন্দরা।
শেষে তবারক বিতরণ করা হয়।








